নেপালঃ ব্লগাররা ভূমিকম্পের সময় তাদের নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করেছে

সংকলক
Published : 26 Sept 2011, 02:28 AM
Updated : 26 Sept 2011, 02:28 AM

রোববার, ১৮ সেপ্টেম্বর, ২০১১ তারিখ সন্ধ্যাবেলা রিখটার স্কেলে ৬.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে নেপাল কেঁপে উঠে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের সীমান্ত এলাকা তাপাল জুং এবং ভারতের অঙ্গরাজ্য সিকিম-এর কাছে। এই ভূমিকম্পে কাঠমান্ডু, পোখরা, ধারমা সহ নেপালের আরো অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির বেশ কিছু ব্লগার ভূমিকম্পের সময়কার নিজস্ব অভিজ্ঞতা, সংবাদ এবং ঘটনার সরাসরি বর্ণনা প্রদান করেছে।

যখন এই লেখাটি শেষ করা হয়, সে পর্যন্ত নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে এই ভূমিকম্পে ৯ জন নিহত এবং ২৪ জন গুরুতর আহত হয়েছে। ভূমিকম্পে নেপালে অবস্থিত ব্রিটিশ দূতাবাসের দেওয়াল ধ্বসে তিনজন ব্যক্তি নিহত হয়েছে; উক্ত ব্যক্তিদের নিহত হবার ঘটনায় ব্রিটিশ দূতাবাস সংবাদপত্রে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং তারা বলছে যে স্থানীয় জনতা এবং নেপালের জন্য দূতাবাস সব সময় তাদের যথাসাধ্য করে যাবে। এই ভূমিকম্পের ঘটনায় সারা দেশে ৫০ টির মত বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

_______________
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও গ্লোবাল ভয়েসেস অলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে