অকুপাই ওয়ালস্ট্রীটের সাথে সংহতি প্রকাশের প্রয়োজন হবে কেনো?

সংকলক
Published : 18 Oct 2011, 03:55 AM
Updated : 18 Oct 2011, 03:55 AM

কমিউনিটি ব্লগ উন্মোচনে ব্লগার রাসেল পারভেজ লিখেছেন,

আমাদের অস্তিত্বের লড়াই এবং আমাদের অস্তিত্বের বাস্তবতা আলাদা রকমের। যেখানে দারিদ্রসীমা নির্ধারিত হয়েছে দৈনিক ৪০ ডলারের নীচে আয় করা সেখানে আমাদের দেশে মাসে ৪০ ডলারের বিইময়ে রক্তজল করছে অসংখ্য মানুষ। দৈনিক ২ ডলারের নীচে উপার্জন করা ব্যক্তির সংখ্যা যে দেশে ৮০%, সে দেশের তরুণেরা ৪০ ডলার আয় করা মানুষদের কষ্টে অশ্রুপাত করছে এটা আমাদের উদারতা।

তিনি আরো উল্লেখ করেন,

আমাদের চাওয়া ন্যুনতম, আমরা চাই নিরাপদ জীবন, শিক্ষা এবং অর্থনৈতিক নিশ্চয়তা। আমাদের চাওয়াগুলো আমাদের জানা, আমাদের কাঙ্খিত জীবন এবং আমাদের বাস্তবতার ভেতরে বাধা হয়ে দাঁড়িয়ে আছে যারা তাদের মুখগুলোও আমাদের চেনা। আমাদের অকর্পোরেটায়িত রাষ্ট্রে কর্পোরেটাইজেশনের ছোঁইয়া লাগার আগেই আমরা কর্পোরেটের পাপগুলোতে আকণ্ঠ নিমজ্জিত, আমাদের প্রতি রাষ্ট্রের প্রতিনিয়ত স্পষ্ট উদাসীনতায় আমরা বিক্ষুব্ধ না হয়ে আজ অন্যের দুঃখে অশ্রুপাতে আগ্রহী হয়ে উঠছি কেনো?

………………> বিস্তারিত

_______________
-সময়ের মুখোশ খুলে দেখতে প্রত্যয়ী উন্মোচন ব্লগ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ব্লগের সাথে প্রস্তাবিত চুক্তির আলোকে পর্যবেক্ষণ পর্যায়ে এই পোস্টটি শেয়ার করা হয়েছে।

– আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে