ভুটান রাজকীয় বিবাহ দেশটিকে এক রানী উপহার দিল

সংকলক
Published : 19 Oct 2011, 06:41 AM
Updated : 19 Oct 2011, 06:41 AM

হিমালয়ের এক ক্ষুদ্র রাষ্ট্র ভুটান এক রাজকীয় উপহার লাভ করেছে- ২১ বছর বয়স্ক আশি জেটসান পেমাকে নতুন রানী হিসেবে পেয়েছে দেশবাসী। ১৩ অক্টোবর তারিখে ১৬ শতকের এক দুর্গ পুনখা দোজং –এ এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে ৩১ বছর বয়স্ক রাজা জিগমে খেসার নামগেয়াল ওয়াংচুক বিবাহ করেন এবং তার স্ত্রীকে রানীর মর্যাদা প্রদান করেন।

এটা ভুটানের নাগরিকদের জন্য অনেক কাঙ্ক্ষিত এক অনুষ্ঠান, যারা বিস্ময়ের সাথে অপেক্ষায় ছিল যে কখন, সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে অতীব সুদর্শন এবং একই সাথে আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এই রাজা বিয়ে করবেন এবং থিতু হবেন।

এই ঘটনায় ভুটানি নাগরিকদের যে উত্তেজনা তা টুইটার জগৎ এবং একই সাথে ফেসবুক এবং অন্য সব সামাজিক প্রচার মাধ্যমে প্রকাশ হতে শুরু করে, যেখানে নাগরিকরা শ্রদ্ধা, শুভেচ্ছা এবং রাজকীয় দম্পতির ছবি তুলে ধরে। এমনকি অনেকে আরো এগিয়ে গিয়ে, তাদের প্রোফাইলের ছবি পাল্টে, সেখানে এই রাজকীয় দম্পতির ছবি যুক্ত করে।

পুনাক্ষা উচ্চমাধ্যমিক স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র সেরিঙ্গ তাসি রিক্কু ধান সুব্বার ব্লগে অতিথি লেখক হিসেবে এই শ্রদ্ধাঞ্জলিটি লিখেছে:

যে মুহুর্তে আমি এই সংবাদ পেলাম
আমি আমার হৃদয় থেকে সবকিছু খালি করে ফেললাম আর তাকে আনন্দ দিয়ে পূর্ণ করে ফেললাম।
আমি নিজেকে আবেগে আপ্লুত না করে পারলাম না।
নিজেকে প্রচণ্ড উৎফুল্ল না করে পারলাম না

_______________
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও গ্লোবাল ভয়েসেস অলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে