বঙ্গোপসাগরে জ্বালানী তেল নির্গমনের ভয়াল চিত্র

সংকলক
Published : 19 Oct 2011, 06:48 AM
Updated : 19 Oct 2011, 06:48 AM

বঙ্গোপসাগরে দূষণের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছেন সামহোয়াইনব্লগে একজন ব্লগার। জাহাজী পোলা নামের উক্ত ব্লগার কাজ করেন জাহাজে এবং নিজের অভিজ্ঞতার আলোকে জানাচ্ছেন,

জাহাজের কার্গো হোল্ড চেক করতে গিয়ে টের পেলাম জাহাজের কোন একটা হেভি ওয়েল (অনেকটা আলকাতরার মত কাল ঘন এক প্রকারের জাহাজের জালানি তেল) ট্যাংক টপ ফুটো হয়ে পুরো ট্যাংক টপে থিক থিকে তেল ছড়িয়ে গেছে, আরও ভয়ানক ব্যাপার হল সে কালো তেল পুরা ৩ নং হোল্ড এর ট্যাংক টপ এ ছড়িয়ে পড়েছে সেই সাথে নিচের দিকের কন্টেইনারের তলার দিকে লেপটে গেছে। আমি আর দেরি না করে সাথে সাথে চিফ অফিসারকে ইনফর্ম করলাম। চিফ অফিসারের মাথায় বাজ পড়ল মনে হয়। কারন জাহাজে তেল লিক করা কিংবা সমুদ্রে তেল ফেলা অনেক বড় অপরাধ। আর সিঙ্গাপুরে এটা খুব বেশি কড়া (দেশ ভেদে আইনের প্রয়োগ আর কি !! ) সে কারনে জাহাজের চিফ অফিসার, ক্যাপ্টেন এবং ডিউটি অফিসারের জেল জরিমানা সহ কোম্পানির বিরুদ্ধে কড়া বেবস্থা নেওয়া হয়।

অথচ বঙ্গোপসারের উদাহারণ দিয়ে তিনি দেখিয়েছেন এখানে জাহাজ থেকে নির্গত তেল নিয়ন্ত্রণে সরকার মোটেই সচেতন নয়। যেমন তিনি লিখেছেন,

একটু দূরে যেতেই দেখি একটা ইন-ল্যান্ড (লাইটার ভেসেল) ভেসেল।!! নাম – রজনী গন্ধা – টু!! এই জাহাজ বড় জাহাজ থেকে তেল লোড করে দেশের অভ্যন্তরে নিয়ে যায় বিভিন্ন তেলের ডিপো তে। ওখানে গিয়ে দেখালাম ওদের কার্গো হোলড পরিস্কার করছে পানি দিয়ে এবং সেই তেল মিশ্রিত পানি সোজা ডিসচার্জ করছে সাগরের পানিতে!!