মিসর: ব্লগার আলা আব্দ এল ফাত্তাহ ১৫ দিনের জন্য অন্তরীণ

সংকলক
Published : 3 Nov 2011, 02:43 AM
Updated : 3 Nov 2011, 02:43 AM

সামরিক আইনজীবী কর্তৃক জিজ্ঞাসাবাদের বৈধতাকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসাবাদে অসম্মতি জ্ঞাপন করার কারনে সক্রিয়তাবাদী ও ব্লগার আলা আব্দ এল ফাত্তাহকে ১৫ দিনের জন্য অন্তরীণ রাখা হয়েছে।

তিনি আজ তাঁর সতীর্থ সক্রিয়তাবাদী বাহা সাবের কে সাথে নিয়ে সামরিক আইনজীবী সহযোগে আদালতে হাজির হন। এ সময় বাইরে তাঁর সমর্থকেরা সামরিক আদালতের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ২৮ জানুয়ারি থেকে মিসরে ১২,০০০-এরও বেশি বেসামরিক লোককে সামরিক আদালতে বিচার করা হয়েছে। আব্দ আল ফাত্তাহকে পরবর্তীতে কারাগারে স্থানান্তর হয় এবং সাবেরকে অবিলম্বে মুক্তির আদেশ প্রদান করা হয়।

হোসনী মুবারাকের শাসনামলে ২০০৬ সালেও এ দুই সক্রিয়তাবাদীকে গ্রেফতার করা হয়েছিল।

শরিফ কুদ্দুস লিখেন:

@শরিফ কুদ্দুস: অবিশ্বাস্য। @আলা আর বাহাকে ১৫ দিনের অন্তরীণ আদেশ বাইরে তাঁদের সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

_______________
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ও গ্লোবাল ভয়েসেস অলনাইনের মধ্যে বিদ্যমান চুক্তির আওতায় শেয়ারকৃত।
আপনার কমিউনিটির কোনো সংবাদ শেয়ার করতে চান? জানান আমাদের ফেসবুক গ্রুপে