মিশর: কেন ব্লগার আলা আব্দে ফাত্তাহকে মুক্ত করা উচিত?

সংকলক
Published : 14 Nov 2011, 03:49 PM
Updated : 14 Nov 2011, 03:49 PM

একটি সামরিক আদালত আজ সিদ্ধান্ত নেবে যে আলা আব্দে ফাত্তাহকে তারা কি ছেড়ে দেবে নাকি ১৫ দিনের জন্য কারাগারে পাঠাবে। তাঁর বিরুদ্ধে এক তদন্ত চলছে, যেখানে অভিযোগকারীরা বলছে যে এই সব অভিযোগ মিথ্যা। সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি মূলক বক্তব্য, অস্ত্র চুরি এবং উক্ত বাহিনীর সম্পত্তির ক্ষতি সাধন করার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।

এ বছরের ৩০ অক্টোবর আব্দে এল ফাত্তাহকে গ্রেফতার করা হয়, মূলত যখন সে সামরিক আদালতের বৈধতার প্রতিবাদ করে এর তদন্ত কর্মকর্তাদের সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে অস্বীকার করে, তখন তাকে গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতার এবং এর ফলে বিশ্বজুড়ে যে সমালোচনা শুরু হয়, তা দেশটির আরো ১২,০০ বেসামরিক নাগরিকের দুর্দশার উপর আলোকপাত করে। মিশরে সর্বোচ্চ সামরিক পরিষদ (সুপ্রিম কাউন্সিল অফ আর্মড ফোর্সেস বা এসসিএএফ) ক্ষমতা গ্রহণ করার পর এই সমস্ত নাগরিকদের বিচার সামরিক আদালতে করা হয়েছে।