মিশর: সালাফিরা, আলেকজান্দ্রিয়ার মৎস্যকন্যার মূর্তি ঢেকে দিয়েছে

সংকলক
Published : 14 Nov 2011, 03:51 PM
Updated : 14 Nov 2011, 03:51 PM

সালাফিরা, মিশরের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত এক মৎস্যকন্যার মূর্তি ঢেকে দেয়। নেট নাগরিকরা এই কাজটিকে অদ্ভূত এক কাজ হিসেবে বিবেচনা করছে এবং তারা এর সমালোচনা করছে। টুইটারকারীরা সংবাদ প্রদান করছে যে আল নুর সালফি দলের লোকেরা এই মূর্তি ঢেকে দিয়েছিল, যারা এর কাছে এক সভার আয়োজন করেছিল।

ফারাহ সাফান ব্যাখ্যা করছে :

@ফারাহসাফান: আলেকজান্দ্রিয়ায় অবস্থিত মৎস্যকন্যার মূর্তির কাছে সালাফিরা এক সভার আয়োজন করে। তারা এই সভা চলাকালীন সময়ে উক্ত মৎস্যকন্যার মূর্তি ঢেকে রাখে।

এনজিজি টুইট করেছে :

@এনজিজি: আলেকজান্দ্রিয়ার এক মৎস্যকন্যার মূর্তি ঢেকে ফেলার মধ্যে দিয়ে আমরা সবাই নিঃসন্দেহে বেহেশতে যাচ্ছি। আমি আর অপেক্ষা করতে পারছি না। #ইজিপ্ট#আলেকজান্দ্রিয়া#সালাফি

এই ঘটনায় রাচিদএইচ-এর প্রতিক্রিয়া :

@রাচিদএইচআমরা সপ্তম শতকের দিকে এগিয়ে যাচ্ছি

এবং মোস্তাফা হুসাইন এই সংবাদকটি বিশ্বাস করেননি এবং তিনি নিজের চোখে এই কর্মটি দেখতে চেয়েছেন:

@মোসাফতাসা: আলেকজান্দ্রিয়ায় কি একটা মৎস্যকন্যার মূর্তি আছে? আর কেউ কি সেটা অবগুণ্ঠন দিয়ে ঢেকে দিয়েছে? দয়া করে এর লিঙ্ক এবং ছবি প্রদান করুন।