ভারত: ঐশ্বরিয়া রাই-এর অনাগত সন্তান এবং প্রচার মাধ্যমের উন্মাদনা

সংকলক
Published : 16 Nov 2011, 04:15 AM
Updated : 16 Nov 2011, 04:15 AM

আগে থেকে ভারতীয় কিছু প্রচার মাধ্যমের প্রতি অভিযোগ রয়েছে যে তারা সেলেব্রেটি বা তারকদের সংবাদ প্রচারের সময় তা নাটকীয় ভাবে প্রদান করে। সম্প্রতি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সন্তান ধারণ এবং সেই সন্তানের পৃথিবীতে আগমনের সময় নিয়ে প্রচার মাধ্যমে প্রচণ্ড এক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এক সময় গুজব ছড়িয়ে পড়েছিল যে ঐশ্বরিয়া ১১/১১/১১ নামক বিশেষ তারিখে তার প্রথম সন্তান জন্ম দেবার জন্য সি-সেকশনের মধ্যে দিয়ে যাবে। বাজীকরদের প্রদত্ত তথ্য অনুসারে, ১১/১১/১১ নামক বিশেষ দিনটিতে ঐশ্বরিয়া সন্তান জন্ম দেবেন কিনা, তাই নিয়ে ১.৫ বিলিয়ন ভারতীয় রুপী বাজি ধরা হয়েছিল। ভারতের প্রচার মাধ্যম সম্পাদক সংঘ অবশেষে টেলিভিশন চ্যানেল শিশু বচ্চনের আগমনের এই সংবাদ প্রচারে যাতে বাড়াবাড়ি না ঘটে, তার জন্য কিছু নীতিমালা নির্দ্ধারন করে দেয়।

ঐশ্বরিয়ার শ্বশুর-বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন টুইট করেছেন:

এসআরবচ্চন: টি ৫৫৫ -ঐশ্বরিয়া এক পুত্র সন্তান জন্ম দিয়েছে, এমন সংবাদে অনেক অভিনন্দন লাভ করছি!!! ধারণা করছি যে এই ব্যাপারে তারা, এমনকি ঐশ্বরিয়ার চেয়ে বেশী জানে!! এই সংবাদ ভূয়া এবং সঠিক নয়।