তিউনিশিয়াঃ পুলিশ নির্মম ভাবে পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে

সংকলক
Published : 16 Nov 2011, 04:24 AM
Updated : 16 Nov 2011, 04:24 AM

সারা বিশ্বে যে অকুপাই মুভমেন্ট নামক আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে, মূলত সেই অকুপাই ওয়াল স্ট্রীট এবং সারা বিশ্বের এক সম্মিলিত আন্দোলন অকুপাই দি ওয়ার্ল্ড অন ১১/১১/১১ নামক আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিউনিশিয়ার শত শত পুঁজিবাদ বিরোধী নাগরিক ১১ নভেম্বর #অকুপাইতিউনিশ নামক আন্দোলনের অংশ হিসেবে রাস্তায় স্লোগান দিতে থাকে।

#অকুপাইতিউনিশ নামক আন্দোলন রাজধানী তিউনিশের মূলকেন্দ্রে মানবাধিকার স্কোয়ারে অনুষ্ঠিত হয়। এই এলাকায মূলত অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো একে অন্যের সাথে ঘেঁষাঘেঁষি করে অবস্থান করছে।

ডেজারবা দক্ষিণ তিউনিশিয়ার এক শহর এবং সোউসে হচ্ছে এক উপকূলীয় শহর। এই দুটি শহরেও পুঁজিবাদ বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে রাজধানী তিউনিসে যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে তা অনেক বেশী মনোযোগ এক আকর্ষণ করেছে, কারণ এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ এবং পুলিশের সাথে সংঘর্ষের মধ্যে দিয়ে এর পরিসমাপ্তি ঘটে।

আমাজিঘ ফরএভার টুইট করেছে:

#অকুপাইতিউনিশ; তিউনিশ এবং ডেজেরবাতে বিক্ষোভকারী সমাবেত হয়েছে, এখানে তারা এই বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছে যে কেবল রাজনীতি স্বাধীনতার শত্রু নয়, অর্থনীতিও স্বাধীনতার শত্রু।