শিবনারায়ণ দাশ – বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার

সংকলক
Published : 5 Dec 2011, 01:55 AM
Updated : 5 Dec 2011, 01:55 AM

বিজয়ের মাসে আসুন জেনে নেই, আমাদের জাতীয় পতাকার প্রাসঙ্গিক কিছু কথা। ফেসবুক এবং উইকি থেকে পাওয়া কিছু তথ্য দেই।

এই ছবির ভদ্রলোকটির নাম শিবনারায়ণ দাশ।
তিনি বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার।

শিবনারায়ণ দাশ বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে অজানা একটি নাম, অপরিচিত মানুষ। খুব কম সংখ্যক লোকই এ নামের সঙ্গে পরিচিত।

১৯৭০ সালের ৬ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১ নং (উত্তর) কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার ডিজাইন সম্পন্ন করেন. সেই রাতেই নিউমার্কেট এলাকার বলাকা বিল্ডিংয়ের ৩ তলার ছাত্রলীগ অফিসের পাশে নিউ পাক ফ্যাশন টেইলার্সের টেইলার্স মাস্টার খালেক মোহাম্মদী পতাকার নকশা বুঝে কাজ শুরু করেন
উল্লেখ্য, লাল সূর্যের মাঝে বাংলাদেশের মানচিত্র ছিল তখনকার ডিজাইনে.

শিবনারায়ণ দাশ-

*কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে টানানো তৎকালীন প্রেসিডেন্ট আইউব খানের ছবি পদদলিত করার কারণে তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয় *আগরতলা ষড়যন্ত্র মামলার ৩৫ জন আসামির ১৭তম সদস্য ছিলেন তিনি * বাংলাদেশের পতাকার ডিজাইনের শুরু ও শেষ

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে কুমিল্লায় প্রথম আক্রমণ চালায় তাদের বাগিচাগাঁওয়ের বাসায়। তাকে না পেয়ে তার বাবাকে ধরে নিয়ে যায় ক্যান্টনমেন্টে। সে রাতেই তাকে হত্যা করা হয় নৃশংসভাবে। শিবনারায়ণকে ধরার জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়ে মাইকিং করা হয়। ঘটনার সময় তিনি শাসনগাছায় দলীয় কর্মীদের নিয়ে গাড়ির টায়ার পুড়িয়ে রাস্তায় ব্যারিকেড দিচ্ছিলেন।