জরিপ: অস্ট্রেলিয়ার শতকরা ৩ ভাগ মানুষ সেক্স করার সময় ফেসবুক ব্যবহার করে থাকে

সংকলক
Published : 8 Dec 2011, 02:08 AM
Updated : 8 Dec 2011, 02:08 AM

(প্রিয় টেক) অতি সম্প্রতি "টিক ইয়েস" নামের ডিজিটাল ও সামাজিক মিডিয়া গবেষণা প্রতিষ্ঠানের একটি জরিপে দেখা গেছে যে, অস্ট্রেলিয়ার শতকরা ২.৮ ভাগ মানুষ সেক্স করার সময় ফেসবুক বা কোনও সামাজিক মিডিয়া ব্যবহার করে থাকে। তারা তাদের সঙ্গীর সাথে একান্ত মূহুর্তে থাকাকালীন অবস্থায় – ফোরপ্লে থেকে শুরু করে চূড়ান্ত মুহুর্ত পর্যন্ত – সামাজিক মিডিয়া ব্যবহার করে থাকে।

এবং ওই সকল মানুষের ভেতর শতকরা ৬৪ ভাগই হলো পূরুষ। কিছুদিন আগে আরেকটি জরিপে দেখা গিয়েছিল যে, অনেক নারীই ফেসবুকের কারণে তাদের সেক্স লাইফ বিসর্জন দিতে রাজী রয়েছে।

অস্ট্রেলিয়ার শতকরা ৩ ভাগ মানুষ নামাজ বা এই ধরনের কাজের সময় ফেসবুক ব্যবহার করে থাকেন, এবং শতকরা ২০ ভাগ মানুষ টয়লেটে/বাথরুমে থাকার সময় ফেসবুক ব্যবহার করেন।

তবে সামাজিক মিডিয়া ব্যবহার করার সবচে প্রধান জায়গা হলো – অফিসে, টিভি দেখার সময় কিংবা ছুটি কাটানোর সময়। আর মোটামুটিভাবে মানুষ সোসাল মিডিয়া ব্যবহার করে থাকে যখন বিছানায় থাকে, নয়তো খাবার খাওয়ার সময় নয়তো কেনাকাটার সময়।