ইরানঃ বেতন না পাওয়া শ্রমিক, রাষ্ট্রপতি আহমাদিনেজাদ-এর দিকে জুতা নিক্ষেপ করেছে

সংকলক
Published : 26 Dec 2011, 02:24 AM
Updated : 26 Dec 2011, 02:24 AM

১২ ডিসেম্বর, ২০১১-এ ইরানের উত্তরের শহর সারি-তে দেশটির রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। সে সময় তিনি জনতার উদ্দেশ্য ভাষণ দিচ্ছিলেন। বেশ কয়েকজন ইরানী ব্লগার এই ঘটনায় পরিহাসের সাথে তাদের প্রতিক্রিয়া প্রদান করেছে।

জুতা নিক্ষেপকারী প্রাক্তন টেক্সটাইলের কর্মী, যার নাম রাশিদ এস। সংবাদে জানা গেছে সে তার লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়নি, কিন্তু সে উপস্থিত জনতা তার উপর হামলে পড়ে এবং নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপের আগে পর্যন্ত তাকে পিটাতে থাকে। ইরানের প্রচার মাধ্যম এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে উক্ত ব্যক্তিকে নেতিবাচক ভাবে উপস্থাপন করে, যারা জানায় যে এই একই ব্যক্তি এর আগে প্রাক্তন এক রাষ্ট্রপতির দিকে কোন একটা বস্তু ছুড়ে মেরেছিল। এদিকে, ব্লগ কল্পকাহিনী থেকে বাস্তব সত্য বের করার চেষ্টা করছে।