ফেসবুক টাইম লাইনঃ ৯ টি বিষয়

সংকলক
Published : 26 Dec 2011, 02:29 AM
Updated : 26 Dec 2011, 02:29 AM

(প্রিয় টেক) ফেসবুক তার বহুল প্রতীক্ষিত টাইম লাইন বেশ কয়েক দিন আগে চালু করেছে। টাইমলাইন ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল পেজটিকে নতুন করে ঢেলে সাজিয়েছে। মূলত এর মাধ্যমে ফেসবুকে থাকা ব্যবহারকারীর তথ্যগুলো ডিজিটাল স্ক্র্যাপবুকের মত করে সাজানো চেষ্টা চালানো হয়েছে। ফলে ফেসবুক ব্যবহারকারীরা যে কোন মুহূর্তে অতীত থেকে ঘুরে আসতে পারে, দেখতে পারে এই সময়ে অন্য বছরগুলোতে সে কি করেছে বা লিখেছে। কিছু মানুষের জন্য ব্যাপারটা স্মৃতিরোমন্থনের চমৎকার একটি উপায় হিসেবে দেখা দিতে পারে। আবার অনেকের কাছে পূর্বস্মৃতি বেদনামধূর অথবা বিব্রতকর বলে মনে হতে পারে।

Home
ফেসবুক টাইম লাইনঃ ৯ টি বিষয়

Published by PriyoTech on Sun, 25/12/2011 – 1:17pm

(প্রিয় টেক) ফেসবুক তার বহুল প্রতীক্ষিত টাইম লাইন বেশ কয়েক দিন আগে চালু করেছে। টাইমলাইন ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল পেজটিকে নতুন করে ঢেলে সাজিয়েছে। মূলত এর মাধ্যমে ফেসবুকে থাকা ব্যবহারকারীর তথ্যগুলো ডিজিটাল স্ক্র্যাপবুকের মত করে সাজানো চেষ্টা চালানো হয়েছে। ফলে ফেসবুক ব্যবহারকারীরা যে কোন মুহূর্তে অতীত থেকে ঘুরে আসতে পারে, দেখতে পারে এই সময়ে অন্য বছরগুলোতে সে কি করেছে বা লিখেছে। কিছু মানুষের জন্য ব্যাপারটা স্মৃতিরোমন্থনের চমৎকার একটি উপায় হিসেবে দেখা দিতে পারে। আবার অনেকের কাছে পূর্বস্মৃতি বেদনামধূর অথবা বিব্রতকর বলে মনে হতে পারে।

যেটাই হোক না কেন ফেসবুকের টাইমলাইন এখন সম্পূর্ণরূপে চালু হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে জনপ্রিয়ও হয়ে উঠছে। আসুন ফেসবুকের এই নতুন বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জেনে নেয়া যাক:
পর্যালোচনা করার জন্য পাবেন সাতদিন:

একবার আপগ্রেড করার পর আপনাকে ফেসবুক সাতদিন সময় দিবে আপনার টাইমলাইন সকলের উপস্থাপন যোগ্য করার জন্য। তবে আপনি ইচ্ছা করলে এই সাতদিনের যে কোন সময় একে পাবলিশ করতে পারবেন। আর আপনি যদি অপেক্ষা করবার সিদ্ধান্ত নেন তাহলে সাতদিন পর স্বয়ংক্রিয়ভাবে তা পাবলিশ হয়ে যাবে।
নিজেকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলন কভার ফটোর মাধ্যমে:

নতুন ফেসবুক প্রোফাইলের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে কভার ফটো। কভার ফটোটির বিস্তৃতি সম্পূর্ণ পৃষ্ঠা জুড়ে। ব্যবহারকারীর প্রোফাইলের ছবি যা সাইটের যত্রতত্র দেখা যায় তা এখন ছোট্ট চারকোনা আকার ধারণ করেছে। বেশির ভাগ ব্যবহারকারী এই নতুন সুবিধা গ্রহণ করছে প্রোফাইল ফটোতে মুখের একটা সাধারণ ছবি আর কভার ফটোতে ব্যবহার করছে আরো ব্যক্তিগত পছন্দের পোষা প্রাণী বা প্রকৃতির কোন ছবি পোস্ট করার মাধ্যমে।
কোন নতুন তথ্য শেয়ার করা হচ্ছে না:

জি হ্যাঁ টাইমলাইন পুরনো পোস্টগুলোকে আবার সামনে নিয়ে এসেছে কিন্তু এগুলো পুরনো পোস্ট যা আগে থেকেই ফেসবুকে সংরক্ষিত ছিল নতুন কোন তথ্য এর সাথে যুক্ত হয় নি। যদি অবশ্যই আপনি নতুন কোন তথ্য এর সাথে যোগ করে না থাকেন। নতুন শুধু এটুকুই আগে আপনার কোন বন্ধুকে এই পোস্টটি দেখবার জন্য বার বার "মোর পোস্ট" চাপতে হত, এখন সে সরাসরি দেখতে পাচ্ছে।