দক্ষিন পূর্ব এশিয়াঃ সংবাদে কুমীর

সংকলক
Published : 10 Jan 2012, 02:50 AM
Updated : 10 Jan 2012, 02:50 AM

দক্ষিন ফিলিপিন্সের একটি অতিকায় কুমীর এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ার বন্যা প্লাবিত অঞ্চলের কুমীর গুলোর সংবাদ দক্ষিণ পূর্ব এশিয়ার শেষ কয়েক মাসের সংবাদের শীর্ষে ছিল।

ললং নামের অতিকায় কুমীরটিকে দক্ষিন ফিলিপিন্সের অগসান দেল সুর প্রদেশে ধরা হয় এবং প্রতিদিন ৫০০ এরও বেশি লোক কুমীরটিকে টেনে নিয়ে বুনাওয়ান ইকোপার্ক এন্ড রিসার্চ সেন্টারে স্থানান্তর করে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দল ধৃত অবস্থায় লবনাক্ত পানির সর্ববৃহৎ কুমীর হিসেবে ললং-কে নিশ্চিত করে যদিও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দাপ্তরিক স্বীকৃতির জন্য আরও অর্ধেক বছর পেরিয়ে যায়। এবছর ফেসবুকে সর্বাধিক শেয়ারকৃত গল্পের তালিকার মধ্যে ললংকে আটকানোর ঘটনা শীর্ষ ৯ -এ অবস্থান করছে।

অনলাইন আলাপ-আলোচনায় ফিলিপিনোরাও ললং এর গল্পকে চলতি বিষয় হিসেবে তাঁদের ইন্টারনেটে শেয়ার করেছে। ফিলিপিনো রাও ললং কে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সাথে তুলনা করেছে। দুর্নীতিবাজ রাজনীতিকদের তাঁরা সরকারের বড় 'কুমীর' বলে মনে করে।