‘কোনো সরকার পবিত্র হয় না’

সংকলক
Published : 10 Jan 2012, 02:54 AM
Updated : 10 Jan 2012, 02:54 AM

সাবেক বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের রসবোধ সম্পর্কে আমি কিয়ৎ পরিমাণ পরিচিত ছিলাম। কিন্তু গত শনিবার (৭ জানুয়ারি ২০১২) বাংলা একাডেমীর একটি অনুষ্ঠানে তাঁর একটি 'পান' (দ্বিত্ব অর্থক) বা ছুটকো মন্তব্য আমাকে একেবারে মজার শেষ সীমায় নিয়ে যায়। অনুষ্ঠানটি ছিল বাংলা একাডেমী কর্তৃক দ্বিখণ্ডে প্রকাশিত প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ-এর প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে চা-নাশতা খাওয়ার সময় হাবিবুর রহমান আর গ্রন্থটির সম্পাদকদ্বয়ের অন্যতম পশ্চিমবঙ্গের অধ্যাপক পবিত্র সরকার (আরেকজন সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম) পাশাপাশি বসেছেন। তখনই ছুটে এল মন্তব্যটি। মুহান্মদ হাবিবুর রহমান পবিত্র সরকারকে উদ্দেশ করে বললেন, 'আমাদের একটা পবিত্র সরকার দরকার'। সঙ্গে সঙ্গে পবিত্র সরকার বললেন, 'কোনো সরকারই পবিত্র হয় না।'

একটা পবিত্র সরকার! এই খোঁজে যেন পরিচালিত হলো ডেইলি স্টার আর প্রথম আলোর ৬ জানুয়ারি সংখ্যা, যেটি ছিল বর্তমান মহাজোট সরকারের শাসনের তিন বছর পূর্তি অথবা চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে জরিপ দিবস। প্রথমআলো বাংলাদেশের সব বিভাগ থেকে পাঁচ হাজার লোকের আর স্টার দুই হাজার ৫০০ লোকের মধ্যে জরিপ চালিয়ে সমীক্ষা দিয়েছে যে আওয়ামী লীগের সরকার জনপ্রিয়তায় পিছিয়ে পড়েছে এবং মানুষ বিরোধী দল বিএনপির ভূমিকায় সন্তুষ্ট না হলেও তারা জনপ্রিয়তায় এগিয়ে গেছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিপক্ষ খালেদা জিয়ার চেয়ে অনেকখানি সমর্থন হারিয়েছেন।