৩১ জানুয়ারির পর বাংলা কী-প্যাড ছাড়া মোবাইল আমদানি বন্ধ

সংকলক
Published : 23 Jan 2012, 02:55 AM
Updated : 23 Jan 2012, 02:55 AM

আগামী ৩১ জানুয়ারির পর বাংলা কী-প্যাড ছাড়া কোনো মোবাইল ফোন সেট আমদানি করা যাবে না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি'র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ প্রিয়.কম-কে জানান, সম্প্রতি কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানীকারক প্রতিষ্ঠানগুলোকেও সে অনুসারে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জিয়া আহমেদ।

তবে টাচ স্ক্রিনের হ্যান্ডসেগুলো এই নির্দেশনার আওতা মুক্ত থাকবে। বিটিআরসি'র চেয়ারম্যান জানান, পরবর্তীতে ধীরে ধীরে আধুনিক হ্যান্ডসেটগুলোর ফিচারে বাংলা প্রচলন করার নির্দেশনা দেওয়া হবে। তখন টাচ স্ক্রিনের ক্ষেত্রেও একই নির্দেশনা কার্যকর করা হবে।

এর আগে গত নভেম্বরে বিটিআরসি সিদ্ধান্ত নেয়, মোবাইল ফোন অপারেটরসহ কোনো বিদেশি প্রতিষ্ঠান সরাসরি মোবাইল সেট আমদানি করতে পারবে না। তাছাড়া আমদানি করা সব সেটেই বাংলা কী-প্যাড থাকতে হবে। পরে এক্ষেত্রে ৩১ জানুয়ারি তারিখ চূড়ান্ত করে সংশিম্লষ্ট সকলকে জানানো হয়েছে।
বিটিআরসির কর্মকর্তারা জানান, বর্তমানে প্রতি বছর দেশে ৬০ লাখের বেশী মোবাইল ফোনসেট আমদানি হয়।