রজনীকান্তের ওয়েবসাইট চলে ইন্টারনেট ছাড়াই!

সংকলক
Published : 23 Jan 2012, 03:21 AM
Updated : 23 Jan 2012, 03:21 AM

'রোবট'খ্যাত রজনীকান্তের নানাবিধ ক্ষমতার কথা তো সবাই-ই শুনেছেন, এবার সেই ক্ষমতা ছড়িয়ে গেল ইন্টারনেটেও। সম্প্রতি রজনীকান্তকে নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে যা দেখতে হলে বন্ধ রাখতে হবে ইন্টারনেট কানেকশন! খবর টাইমস অফ ইন্ডিয়ার।

রজনীকান্তের অস্বাভাবিক সব ক্ষমতা নিয়ে কৌতুক প্রচলিত থাকলেও এই ইন্টারনেটবিহীন ওয়েবসাইট নিতান্ত কৌতুক নয়। বাস্তবেই রজনীকান্তের ভক্তদের তৈরি এই ওয়েবসাইটটি দেখতে প্রয়োজন হয় না ইন্টারনেট সংযোগের। কেবল তাই নয়, লোড হওয়ার পর ইন্টারনেট সংযোগ বন্ধ না করলে সাইট দেখতেই পারবেন না ভিজিটররা। যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট সংযোগ চালু থাকবে, ততক্ষণ পর্যন্ত মেসেজ দেয়া থাকবে যে 'সাইটটি ব্রাউজ করতে হলে ইন্টারনেট অফ করতে হবে।'