শল্যচিকিৎসা ছাড়া আগুনে পোড়া মুখ সারাবে বায়োমাস্ক

সংকলক
Published : 2 Feb 2012, 02:51 AM
Updated : 2 Feb 2012, 02:51 AM

(প্রিয় টেক) সিনেমায় হয়তো অনেকেই দেখেছেন একজনের মুখের মতো হুবহু আরেকজনের মুখ তৈরি করা হচ্ছে। কিংবা আগুনে পোড়া চেহারা প্লাস্টিক সার্জারির মাধ্যমে বদলে ফেলা হচ্ছে। কিন্তু এখন দিন বদলে গেছে। আগুনে পোড়া মুখ সারাতে আর শল্য চিকিৎসার প্রয়োজন হবেনা। যুক্তরাষ্ট্রের ইউটি আর্লিংটন এবং নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ব্রুক আর্মি মেডিকেল সেন্টারের শল্য চিকিৎসকদের সাথে যৌথভাবে বায়োমাস্ক নামে একটি প্রকল্প নিয়ে কাজ করছেন। প্রকল্পের অধীনে আগুনে পোড়া মুখ সারানোর জন্য একধরনের মুখোশ তৈরির চেষ্টা করছেন গবেষকরা।