বর্ষসেরা ১৫ ফ্রিল্যান্সারের নাম ঘোষণা

সংকলক
Published : 25 Feb 2012, 03:36 PM
Updated : 25 Feb 2012, 03:36 PM

দেশের বর্ষসেরা ১৫ ফ্রিল্যান্সারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিস। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাঁদেরকে আজ বিশেষ অ্যাওয়ার্ড দেয়া হবে সংগঠনটির পক্ষ থেকে। আজ রাত ৮ টা থেকে বিশেষ এ অ্যাওয়ার্ড নাইট শুরু হবে। এতে শীর্ষ ফ্রিল্যান্সার ছাড়াও ডিজিটাল চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড, আজীবন সম্মাননা পুরস্কার ও স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড দেয়া হবে। পুরস্কৃত করা হবে কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ এবং আবিষ্কারের খোঁজে এর বিজয়ীদেরও।

ইতিমধ্যে বিজয়ী ফ্রিল্যান্সারদের নাম ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থী ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন খালেদ বিন এ কাদের, সাজ্জাদ হোসাইন অলি, মারজান আহমেদ এবং আহমেদ সাজিদ। ব্যক্তিগত ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন মুহাম্মদ শোয়েব, মোহ্ইামেনুজ্জামান, সাঈদ ইসলাম, খালেদ মোঃ শাহরিয়ায়, আনোয়ারুল ইসলাম, এনামুল হক ও আশিকুর রহমান এবং কোম্পানি ক্যাটাগরিতে দ্যা আরএস সফটওয়্যার, এনকোডল্যাবস ইনস, তানভীর আইটি সলিউশন্স এবং জোবাদনেট।