থাইল্যান্ডঃ কিশোরীদের গর্ভধারণের জন্য ফেসবুককে অভিযুক্ত করা হচ্ছে

সংকলক
Published : 6 March 2012, 02:27 AM
Updated : 6 March 2012, 02:27 AM

বিশ্বের যে সমস্ত দেশে কিশোরীদের গর্ভধারণের হার সর্বোচচ থাইল্যান্ড তাদের মধ্যে অন্যতম। হিসেব করে দেখা গেছে যে থাইল্যান্ডে বছরে গড়ে প্রায় ১২০,০০০ জন কিশোরী গর্ভবতী হয়ে পড়ে এবং যদি আমরা জাতীয় অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন গবেষণা সামাজিক বোর্ড (এনইএসডিবি)-এর উপসংহারের কথা বিশ্বাস করি তাহলে এখন কিশোরীদের এই অনাকাঙ্খিত গর্ভধারণের জন্য অংশত জনপ্রিয় যোগাযোগ সাইট ফেসবুক দায়ী।

এনইএসডিবি তথ্য প্রকাশ করেছে যে দেশটির ১৮ থেকে ২৪ বছরের নাগরিকরা সবচেয়ে বেশী সংখ্যায় ফেসবুক ব্যবহার করে থাকে, যা মোট ব্যবহারকারীর ৪০ শতাংশ।

বোর্ড বলছে যে কিশোরীদের এই ভাবে গর্ভধারণের জন্য অংশত ফেসবুককে দায়ী করা যায় কারণ কিছু তরুণ অনলাইনে উত্তেজনাকর বার্তা বা ভিডিও ক্লিপ রাখে।