পাকিস্তান: করাচির তৃতীয় সাহিত্য উৎসব

সংকলক
Published : 7 March 2012, 02:06 AM
Updated : 7 March 2012, 02:06 AM

করাচি সাহিত্য উত্সব ছিল চলতি মাসের চমৎকার একটি অনুষ্ঠান। এটা লেখক এবং বইপড়ুয়াদের এক সাথে হওয়ার এবং বই পড়াটাকে উদযাপন করার অসাধারণ একটা সুযোগ এনে দিয়েছিল। সিন্ধী, পাঞ্জাবী, উর্দু, সেরাইকি (সিন্ধী এবং পাঞ্জাবীর মিশ্রণ), ইংলিশ, জার্মান এবং ফরাসী সাহিত্য নিয়ে দুই দিন ব্যাপী আলোচনা হয়। এই আয়োজন ২০১২ সালের ফেব্রুয়ারির ১১ এবং ১২ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

ব্রিটিশ কাউন্সিল এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের যৌথ উদ্যোগে করাচি সাহিত্য উৎসবের বার্ষিক আয়োজনটি প্রথম অনুষ্ঠিত হয় ২০১০ সালে। ২০১০ সালে প্রথমবারের আয়োজনে প্রায় ৫ হাজার সাহিত্যপ্রেমী মানুষ অংশ নিয়েছিলেন। এ বছরে অংশগ্রহণকারীর সংখ্যা ব্যাপক বেড়ে গেছে। ১৫ হাজার লোক এবারের উৎসবে অংশ নেন।

বিনা শাহ মন্তব্য করেছেন:

তৃতীয় করাচি সাহিত্য উৎসব শেষ হয়ে গেল। সব দিক দিয়ে এটা ব্যাপকভাবে সফল হয়েছে। ১৫ হাজার মানুষ দুইদিনের প্যানেল আলোচনা, বইয়ের মোড়ক উম্মোচন, বই পড়া, লেখালিখি কর্মশালা, নাটক এবং সংগীতানুষ্ঠানে অংশ নেন। তাছাড়া উৎসবে প্রায় ১৫০ জনের মতো লেখক অংশ নেন।