উইন্ডোজের ৭ এর জন্য আসছে ফেসবুক মেসেঞ্জার

সংকলক
Published : 7 March 2012, 02:07 AM
Updated : 7 March 2012, 02:07 AM

তিনমাস পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার চূড়ান্ত করা হয়েছে ফেসবুকের অফিসিয়াল ইনস্ট্যান্ট মেসেজিং সফটওয়্যার। উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেমের জন্য এ ইনস্ট্যান্ট মেসেজিং সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই এটি ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ফেসবুক। সোমবার আনুষ্ঠানিক এক ঘোষণায় প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য প্রতিদিন মিলিয়ন ব্যবহারকারী সাইটটিতে লগ-ইন করেন। আবার একই সময়ে অন্যান্য ওয়েবসাইট ব্রাউজ করেন, অনেক কাজও করে থাকেন। বন্ধুদের গুরুত্বপূর্ণ কনটেন্ট মিস করাটাই তাই স্বাভাবিক। তবে ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধা থাকলে বন্ধুরা আর আপডেট মিস করবেন না।