বাহরাইন: শোক দিবস পালিত

সংকলক
Published : 3 March 2011, 05:49 AM
Updated : 3 March 2011, 05:49 AM

শুক্রবার (ফেব্রুয়ারী ২৫) কে ঘোষনা করা হয় সেইসব শহীদদের জন্য 'শোক দিবস' হিসেবে যারা ফেব্রুয়ারী ১৪, ২০১১ তারিখে বাহরাইনের বিক্ষোভ দিবস শুরুর পর থেকে নিহত হয়েছেন।

ব্লগার মাহমুদ আল- ইউসেফ এই শোক দিবস নিয়ে কথা বলেছেন তার সর্বশেষ পোস্টে:

একটু সময়ের জন্য থেমে আসুন তাদের বলিদানের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর আশা করি যে তাদের দেয়া রক্ত এই দ্বীপের প্রতিটি মানুষের ভালোর জন্য পরিবর্তন না এনে থামবে না। তারা আমাদের জন্য লড়াই করে নিহত হয়েছেন যাতে আমরা মৌলিক মানবাধিকার পাই, সম্মানের সাথে বাস করতে পারি। মানবাধিকার, অর্থনৈতিক আর রাজনৈতিক অধিকারের সম্মান নিয়ে মানুষ আর সরকারের মধ্যে দ্বিপাক্ষিক একটা সংবিধানের জন্য, স্বচ্ছতার জন্য, আর দূর্নীতি দূর করার জন্য।

আমি তাদেরকে আর তাদের আগে যারা গিয়েছেন সবাইকে সালাম করি।

তারা যেন শান্তিতে থাকেন, আর এই দেশ আর আদেশের মানুষ যেন তাদেরকে কখনো ভুলে না যান। আমি আশা করি তাদের নাম যেন বিক্ষোভের আত্মিক কেন্দ্রের মুক্তোতে শক্তভাবে লেখা থাকে যাতে আমরা কখনো না ভুলি।

ইসলামী বিশ্বে কালো পোশাক পরা আর কোরান পড়া বা শোনা শোক প্রকাশের মুল মাধ্যম।

@@গাদেরালদাইসি جمعة الحداد على أرواح الشهداء، اتمنى من جميع البحرينيين الاتشاح بالسواد. # বাহরাইন# ইউনাইটবাহরাইন

শহীদদের জন্য শুক্রবার শোক দিবস, আমি আশা করছি সব বাহরাইনবাসী কালো পোশাক পড়বেন।

বাহরাইন জাতীয় রেডিও আর টেলিভিশন এই শোক দিবস পালন করেছেন কোরান আর ইসলামিক অনুষ্ঠান প্রচার করে।

@@ সুহেইলাল্গোসাইবি: شئ جميل ان يذاع القرآن الكريم في الراديو. না হওয়ার থেকে দেরি ভালো। # বাহরাইন #ফেব ১৪ #লুলু

এটা দারুণ যে তারা রেডিওতে কোরান পাঠ শোনাচ্ছেন।

@@জাস্টনাওয়াফ ( বাহরাইন টিভিতে) @ইস্লেস ধর্মীয় অনুষ্ঠান আর কোরানের মিশ্রণ (এই পর্যন্ত) #বাহরাইন #লুলু #ফেব১৪

সরকার বিরোধী বিক্ষোভ বাহরাইন টেলিভিশনে না দেখানোর কারনে হতাশ আর বিতৃষ্ণায় নিমজ্জিত অনেক বিক্ষোভকারী ভাবছেন তারা কি শুক্রবারের শহীদদের মিছিল নিজেরাই দেখাবেন কিনা।

@@ বাহরাইনিয়াক আমি ভেবেছি সরকার ঘোষিত এটা কোন শোক দিবস? কোথায় বিটিভি শহীদদের বিক্ষোভ দেখাচ্ছে? #বাহরাইন #ফেব ১৪

যদিও শহীদদের পুরো মিছিল দেখানো হয়নি, বিটিভি তাদের সংবাদে মিছিলের কিছু অংশ দেখিয়েছে:

@@ওথমান_জানাহি ভালো কাজ বিটিভি…এখনি তারা সংবাদে আজকের মিছিল দেখিয়েছে…

শহীদদের মিছিল সম্পর্কে, ব্লগার রেধা হাজি ফ্লিকারে একটি অ্যালবাম আপলোড করেছেন যেখানে পুরো মিছিল যা শান্তিপূর্ণভাবে হয়েছে তা তুলে ধরা হয়েছে। দুটো পৃথক এলাকাতে এটা শুরু হয়েছে (সিফ মল আর সালমানিয়া ইন্টারসেকশন) আর পার্ল (লুলু) গোলচক্কর এর দিকে।

বাহরাইনের তরুণ উদ্যোক্তা ফেসবুক পাতা হচ্ছে বাহরাইনের কিছু তরুণের প্রচেষ্টা যারা চেষ্টা করছেন শান্তির আর আলোচনার আহ্বান জানিয়েছেন শনিবার শহীদদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানাতে।

تنظم مبادرة شباب البحرين زيارة إلى أهالي ضحايا الاحداث الاليمة يوم السبت الموافق ٢٦ فبراير في الساعة ال ٤ عصرا حيث ستكون نقطة التجمع في مواقف مجمع سترة ومن يرغب بالمشاركة الالتزام بالوقت المذكور
للاستفسار ٣٩٢٦٢٦٦٥
info@bhryi.com

শনিবার ২৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় সাম্প্রতিক ঘটনায় শিকারদের কাছে যাওয়ার একটি উদ্যোগ বাহরাইন তরুণ উদ্যোক্তা দল আয়োজন করছেন ।

——————————————————————————–
লিখেছেন Yacoub Al-Slaise · অনুবাদ করেছেন রেজওয়ান
অনুবাদ প্রকাশের তারিখ 28 ফেব্রুয়ারি 2011
মূল খবরঃ গ্লোবাল ভয়েসেস