ইকুয়েডর: উদ্বাস্তু নারী ও বালিকা যৌন কাজে ধাবিত

সংকলক
Published : 30 April 2012, 03:25 AM
Updated : 30 April 2012, 03:25 AM

ভিজে আন্দোলনের ভিডিও তথ্যচিত্র ইকুয়েডরে উদ্বাস্তুরা যৌন কাজে ধাবিত সহিংসতার কারণে সীমান্তজুড়ে ইকুয়েডরে অভিবাসিত হতে বাধ্য হওয়া কলম্বিয়ার নারীদের পরিস্থিতি পরীক্ষা করে করে দেখছে। অনেক ক্ষেত্রে বৈধ কাজ না পেয়ে জীবিকার জন্যেই নারী এবং তাদের কন্যারা একঅসময় নিজেদের যৌন কাজে যুক্ত হিসেবে আবিষ্কার করে।

এমি ব্রাউন এলাকাটির নারী এবং সংস্থাগুলো সাক্ষাৎকার নিয়ে পরিস্থিতিটির উপর একটি প্রতিবেদন তৈরী করেন। গেরিলাদের হুমকির কারণে কলম্বিয়া থেকে পালিয়ে আসতে বাধ্য হওয়া নারীরা যে গল্পটি বলেছে তা হলো শুধু সন্তানাদি এবং সামান্য কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে তাদের বহুবার ব্যবসা এবং গৃহস্থালী ছাড়তে হয়েছে। ভিসা না পাওয়া পর্যন্ত উদ্বাস্তুরা আইনতঃ কাজ করতে পারে না এবং এই প্রক্রিয়া সম্পন্ন হতে ১৮ মাস পর্যন্ত লাগতে পারে, এসময়টিতে – ভিডিওটির মতে – "নারী এবং বালিকারা বিশেষভাবে ঝুঁকির মধ্যে থেকে যায়"।