লন্ডনের গ্লোবে অভিনন্দিত ঢাকা থিয়েটারের টেম্পেস্ট

সংকলক
Published : 9 May 2012, 05:08 AM
Updated : 9 May 2012, 05:08 AM

৭ মে সন্ধ্যা সাতটায় লন্ডনের বিখ্যাত গ্লোব থিয়েটারে মঞ্চস্থ হয়েছে বাংলাদেশের নাট্যদল ঢাকা থিয়েটারের নাটক 'দি টেম্পেস্ট'। শেক্সপিয়ারের নাটকটির অনুবাদ করেছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।

লন্ডন থেকে রুবাইয়াৎ গ্লিটজকে জানিয়েছেন, 'যখন দি টেম্পেস্ট শুরু হয়, তখন আলিঙ্গনের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা গ্লোব প্রেক্ষাগৃহটি প্রায় পূর্ণ। নাটকটির পুরো মঞ্চায়ন জুড়েই দর্শকরা তুমুল উৎসাহ দিয়েছেন। এক একটি দৃশ্য শেষ হচ্ছে আর তুমুল করতালি দিয়ে অভিনন্দিত করেছেন নাট্যভক্তরা। আর সেখানে মোট দর্শকের এক তৃতীয়াংশ ছিলেন বাংলাভাষী। বাকি দুই তৃতীয়াংশ দর্শক, যারা বাংলা বোঝেন না তারাও আমাদের অভিন্দন জানিয়েছেন অকুণ্ঠ চিত্তে। এখানে ভাষা কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি।'