ফেইসবুক আসক্তিতে মেয়েরা এগিয়ে

সংকলক
Published : 13 May 2012, 04:02 AM
Updated : 13 May 2012, 04:02 AM

তরুণদের ফেইসবুক ব্যবহারের ঝুকি বাড়ছে। সে সাথে বাড়ছে আসক্তি। তবে, ছেলেদের চেয়ে মেয়েরাই ফেইসবুকে বেশি আসক্ত। জানিয়েছে, বৃটিশ প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান।

নরওয়ের ইউনিভার্সিটি অব বার্জেন-এর ৪২৩ শিক্ষার্থীর ওপর সাম্প্রতিক গবেষণায় বিষয়টি প্রকাশ পায়। গবেষণায় ফেইসবুক ব্যবহারকারী শিক্ষার্থীদের আচরণের ওপর বিশেষ নজরদারি করা হয়। এতে শিক্ষার্থীদেরকে ছয়টি ভাগে ভাগ করা হয়। যারা খুব কম সময় ফেইসবুক ব্যবহার করেন, যারা মাঝেমধ্যে ব্যবহার করেন এবং যারা সবসময় লগইন থাকেন। এভাবে আলাদা ক্যাটেগরিতে শিক্ষার্থীদের মনস্ত্বাত্তিক আচরণ বিশ্লেষণ করা হয়। দেখা যায়, মেয়েদের আসক্তি ছেলেদের চেয়ে বেশি। বিজ্ঞানীরা আরো জানান, ফেইসবুক আসক্ত কিছু শিক্ষার্থীর আচরণ অনেকটা অ্যালকোহল আসক্ত বা মাদকসেবীদের মতো।