পুরুষদের অফিসে ব্যাকটেরিয়া বেশি

সংকলক
Published : 6 June 2012, 07:25 AM
Updated : 6 June 2012, 07:25 AM

বাথরুমের মতো ব্যাকটেরিয়াময় জায়গাগুলোর মতোই পুরুষদের অফিসও যেন ব্যাকটেরিয়ার ঘরবসতি। মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি এক গবেষণা শেষে বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। খবর হাফিংটন পোস্ট-এর।

গবেষণায় দেখা গেছে, অফিস স্পেস মানেই যেন ব্যাকটেরিয়ার ছড়াছড়ি। কিন্তু এর মধ্যেও নারীদের তুলনায় পুরুষদের অফিসেই ব্যাকটেরিয়ার উপস্থিতি বেশি। ওই গবেষণায় বিজ্ঞানীরা পুরুষদের অফিসে প্রায় ৫০০ ধরনের ব্যাকটেরিয়া খুঁজে পান, যা কিনা এর আগে বাথরুম আর অ্যারোপ্লেনে খুঁজে পাওয়া ব্যাকটেরিয়ার সমান।

গবেষক দলের বায়োলজিস্ট স্কট কেলি বলেন, অফিসে ব্যাকটেরিয়ার প্রধান বাহকই হচ্ছে মানুষ। আর পুরুষরা সাধারণত নারীদের তুলনায় কম পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন। আর পুরুষরা নারীদের তুলনায় শারীরিকভাবেও বড়। এ কারণেই পুরুষদের অফিসেই ব্যাকটেরিয়ার সংখ্যা বেশি।