বাংলাদেশ: ভারতীয় ‘পর্যটন নগরী’ বিনিয়োগ প্রস্তাবনা বিষয়ক কিছু প্রশ্ন

সংকলক
Published : 6 June 2012, 11:24 AM
Updated : 6 June 2012, 11:24 AM

ভারতের বৃহত্তম বহুমুখী ব্যবসায় কর্পোরেশন সাহারা ভারত পরিবারের চেয়ারম্যান সুব্রত রায়ের সফর পরবর্তী বাংলাদেশে এক হাজার কোটি টাকা (১২ কোটি মার্কিন ডলার) বিনিয়োগের একটি গল্প দেশের শিরোনামে পরিণত হয়েছে। গ্রুপটি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি ৪০ বর্গ কিলোমিটার আয়তনের 'পর্যটন শহর" আবাসন প্রকল্প বিকাশের পরিকল্পনা করছে।

দেশের জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ প্রতিশ্রুতি হলেও বাংলাদেশী ব্লগাররা প্রস্তাবিত প্রকল্পটির ব্যাপক সমালোচনা করছে। আরমানুজ্জামান ব্লগ.বিডিনিউজ২৪.কম-এ তার যুক্তি উত্থাপন করেছেন:

বাংলাদেশে কোন বৈদেশিক বিনিয়োগ নিঃসন্দেহে চমৎকার ব্যাপার। কিন্তু মজার বিষয় হল আবাসন প্রকল্পে বিনিয়োগ কতটা জরুরী। বাংলাদেশের মত ছোট দেশে অসংখ্য দেশী কোম্পানী আবাসন প্রকল্পে বিনিয়োগ করছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই খাতে বিনিয়োগে উৎপাদনশীল কিছুই নেই। আবাসন প্রকল্প তৈরী করে পরবর্তীতে তা বিক্রি করে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা নিয়ে যাবেন।