দৃষ্টি আকর্ষণ: বিষয়ভিত্তিক ব্লগ আলোচনা (২)

আইরিন সুলতানা
Published : 15 June 2012, 04:24 AM
Updated : 15 June 2012, 04:24 AM

প্রিয় ব্লগার,

ব্লগারদের আলোচনার ধারাকে অনুসরণ করে গত কিছুদিন পূর্বে 'বাজেট' বিষয়ক পোস্টগুলোকে বিশেষভাবে হাইলাইটস করা হয়েছিল [বিস্তারিত পোস্ট]। ব্লগ টিম কর্তৃক জানানো হয়েছিল, আগামিতেও এ ধরনের বিষয়ভিত্তিক আলোচনাকে প্রাধান্য দেয়া হতে পারে।

ব্লগে সমসাময়িক 'রোহিঙ্গা শরনার্থী' ইস্যুতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণমূলক পোস্ট এসেছে। ব্লগ টিম ব্লগারদের জাতীয় সচেতনতাবোধকে বরাবরই গুরুত্ব দিতে আগ্রহী। তাই বিষয় ভিত্তিক আলোচনার এই পর্যায়ে 'রোহিঙ্গা শরনার্থী' বিষয়ক পোস্টগুলোকে ব্লগ হাইলাইটস ও ফিচার পোস্টে রাখা হয়েছে।

'রোহিঙ্গা শরনার্থী' বিষয়ক আরো আলোচনা পাওয়া যাবে 'চারপাশে' এবং 'নাগরিক আলাপ' ক্যাটেগরিতে।

ব্লগ টিম চেষ্টা করবে, 'রোহিঙ্গা শরনার্থী' সংক্রান্ত পক্ষে-বিপক্ষের সকল বিশ্লেষণগুলোকে ক্রমান্বয়ে 'হাইলাইট' করার।

সম্মানিত সকল ব্লগারদের নির্দিষ্ট বিষয়ের পোস্টগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। একই সাথে অনুরোধ করা যাচ্ছে গুরুত্ব অনুধাবন করে বস্তুনিষ্ঠ আলোচনা অব্যহত রাখার।

ধন্যবাদ।

ব্লগ টিম