
প্রিয় নাগরিক সাংবাদিক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশে প্রথম নাগরিক সাংবাদিকতাভিত্তিক প্লাটফর্ম ‘ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’। সকলের আন্তরিক ও সম্মিলিত প্রচেষ্টায় এই প্ল্যাটফর্ম একে একে অনেকগুলো বছর পার করে আজ ষষ্ঠ বর্ষপূর্তি আয়োজনের জন্য প্রস্তুত।
এই মিলনমেলায় বাড়তি আনন্দ যুক্ত করতে ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নতুন লোগো উন্মুক্ত করতে যাচ্ছে।
সিটি কর্পোরেশন ও পৌরসভার নাগরিকদের প্রত্যাশা নিয়ে ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত নাগরিক সাংবাদিকদের নির্বাচিত প্রতিবেদন নিয়ে এবার আসছে ব্লগ সংকলন ‘নগর নাব্য – মেয়র সমীপেষু’। ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ষষ্ঠ বর্ষপূর্তির এই আয়োজনের কেন্দ্রে থাকছে নাগরিক সাংবাদিক এবং নগর প্রধান।
উল্লেখ্য, এবারের আয়োজনে ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাগরিক সাংবাদিকদের সাথে যোগ দিতে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সহযোগী হয়েছে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
এবারের আয়োজন দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে বর্ষপূর্তি আয়োজন এবং দ্বিতীয় পর্বে নাগরিক সাংবাদিকতা কর্মশালা। কর্মশালায় নিবন্ধনের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং কর্মশালা শেষে সনদ প্রাপ্ত হবেন ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে।
এবারের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিতির বিষয়ে ইতোমধ্যে সদয় সম্মতি পাওয়া গেছে মাননীয় অতিথিবৃন্দের কাছ থেকে।
আমন্ত্রিত অতিথি:
ড. মোহাম্মদ গোলাম রহমান, প্রধান তথ্য কমিশনার, তথ্য কমিশন, বাংলাদেশ
মোহাম্মদ সাঈদ খোকন, মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
সেলিনা হায়াৎ আইভী, মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
তৌফিক ইমরোজ খালিদী, এডিটর-ইন-চিফ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মো. সবুর খান, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রফেসর ড. সাখাওয়াত আলী খান, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
কবি মুহম্মদ নুরুল হুদা, সম্পাদক, আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সেলিম আহমেদ, সহকারি অধ্যাপক ও প্রধান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন, প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
গাজী নাসিরুদ্দিন আহমেদ, প্রধান, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড এডিটোরিয়াল পলিসি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সৈয়দ মিজানুর রহমান রাজু, ডিরেক্টর, স্টুডেন্ট অ্যাফেয়ার্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
নাগরিক সাংবাদিকতা কর্মশালা বক্তা:
রোবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাহমিদুল হক, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
প্রথম পর্ব: ষষ্ঠ বর্ষপূর্তি এবং নাগরিক সাংবাদিক-নগর প্রধান মতবিনিময়
সময়: বেলা ১০টা – ১:৩০টা
- ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নতুন লোগো উদ্বোধন
- কেক কাটা
- নাগরিক সাংবাদিক সম্মাননা ২০১৭
- ’নগর নাব্য -মেয়র সমীপেষু’ মোড়ক উন্মোচন
- নাগরিক ও নগর প্রধান মতবিনিময়
- সন্মানিত অতিথিদের বক্তব্য
দ্বিতীয় পর্ব: নাগরিক সাংবাদিকতা কর্মশালা
সময়: বেলা ২:৩০টা – ৬:৩০টা
স্থানঃ ৪/২ সোবহানবাগ, ড্যাফোডিল টাওয়ার, ধানমণ্ডি, ঢাকা-১২০৭

বর্ষপূর্তির আনন্দ ছাড়াও নাগরিক ও নাগরিক সাংবাদিক হিসেবে নগর নিয়ে নগর প্রধানের মুখোমুখির মুহূর্তটি একটি অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। একই সাথে নাগরিক সাংবাদিকতা কর্মশালা নাগরিক সাংবাদিকতার বৈশ্বিক দিক সম্পর্কে অবহিত করবে সকলকে।
এমন একটি আয়োজনে আপনার উপস্থিতি একান্ত প্রত্যাশিত।
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
পাদটিকা: সম্মানিত অতিথিরা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাগরিক সাংবাদিকের সকলেই তাদের মূল্যবান সময় এই আয়োজনে দেবেন, তাই নির্ধারিত সময়ে আপনার উপস্থিতি অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষায় সহায়ক হবে।
আসিফ মাহবুব বলেছেনঃ
সুন্দর আয়োজন। উপস্থিত থেকে উপভোগ করতে পারবো বলে আশা করছি।
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
….
মঙ্গলালোকে পূর্ণতা পাক আমাদের সকল ব্রত!
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
কামরুজ্জামান সাদ বলেছেনঃ
নাগরিক সাংবাদিকদের জন্য নতুন দ্বার উন্মেচিত হোক।
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
শুভ হোক আজ ও আগামীর পথচলা!
আতাস্বপন বলেছেনঃ
ফালগুনের শুরুতে চমতকৃত ও পুলকিত মন শুভ আয়োজন বার্তায় । আযোজনের ব্যাপ্তি ও বহর প্রশংসার দাবি রাখে। পরিকল্পনার আলোকে অনুষ্ঠানটির সুন্দর বাস্তবায়ন হোক। পরম করুনাময় আমাদের প্রতি তার করুনা ধারা বর্ষন করুন।
*** গাজীপুর সিটি মেয়রকে কি দাওয়াত দেয়া হয়েছিল?
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
আমি জানি না!
নিতাই বাবু বলেছেনঃ
এবারও জমবে খুব, চুপিচাপি একসাথে চা’পান সেরে নিবো দুজনে ৷
নিতাই বাবু বলেছেনঃ
আমার ধারণা, দেশের সকল সিটি কর্পোরেশনে মেয়রদেরকে-ই আমন্ত্রণ জানানো হয়েছে মনে হয় ৷
বাংগাল বলেছেনঃ
যতদূর মনে পড়ে , গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন , অধ্যাপক আলহাজ্ব আব্দুল মান্নান । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় তিনি নাশকতা মূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কারাগারে ছিলেন এবং সদ্য জামিনে ছাড়া পেয়ে বিশ্রামে আছেন ।
নিতাই বাবু বলেছেনঃ
সকলের প্রত্যাশিত এই সুন্দর আয়োজনের শুভ কামনা করি ৷ সেই সাথে বিডিনিউজ ব্লগের সকল নাগরিক সাংবাদিক ব্লগার/লেখকদের উপস্থিতি কামনা করছি ৷ শুভ হোক এই আয়োজন, শুরু হোক নতুন করে আমাদের আগামী পথ চলা ৷
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
নুরুন নাহার লিলিয়ান বলেছেনঃ
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
জয়নাল আবেদীন বলেছেনঃ
নতুন দিনের শুভলগ্নে সঙ্গী হতে চাই…
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
সুমন দে বলেছেনঃ
আমি সিলেট থেকে আসছি, আশাকরি এই ব্লগ পরিবারের সবাই উউপস্থিতিতে স্বাক্ষাৎ হবে।
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
বাংগাল বলেছেনঃ
বিডিব্লগের আরেকধাপ প্রশংসনীয় অগ্রগতি।
শুভকামনা।
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
নিতাই বাবু বলেছেনঃ
সম্মানিত বাংগাল দাদা, এই শুভক্ষণে আপনাকে পাচ্ছি তো?
নুর ইসলাম রফিক বলেছেনঃ
যদি জনাব বাংগাল ভাই উক্ত অনুষ্টানে আসেন তবে নিশ্চই আমি আসবো।বাংগাল ভাই এই প্লাটফর্মে আমায় সবচেয়ে বেশী পেরনা দিয়েছেন। তাই উনার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা।উনার আগমনই আমার আগমনের নিশ্চয়তা দেয়। হাতে সময় খুব অল্প তাই প্রিয় বাংগাল ভাই দৃষ্টি আকর্ষণ করছি।আপনি আপনার আগমন সুনিশ্চিত করে আমাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পেরনা দিন। বরাবরের মতো এবারো আপনার পেরনা আশা করছি। আশা রাখি আমার মিনতি বিফলে যাবেনা। আমি অনেক দূর থেকে আসবো তাই যতো দ্রুত সম্ভব আপনার প্রতি উত্তর আশা করছি প্রিয় জনাব বাংগাল ভাই।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
পানশালার আকর্ষণ আর ব্লগের আকর্ষণ কী এক হইলো? 💡
নুর ইসলাম রফিক বলেছেনঃ
পারসোনালটা কোথায় পেলেন? ব্লগ সমষ্টিগত। আমি আপনি এবং জনাব বাংগাল ভাই সহ সবাই সমষ্টিগতের অন্তর্গত। ব্লগে পারসোনাল বলতে কিছু আছে বলে আমার মনে হয়না। এটা সম্পূর্ণ সমষ্টিগত প্লাটফর্ম।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
রফিক ভাই পার্সোনাল না; এটা পানশালা! বাংগাল বিষয়টা ভাল বোঝে!
জুলফিকার জুবায়ের বলেছেনঃ
প্রিয় বাংগাল দা, সবার কপালে ভক্ত-ভাগ্য থাকে না — আপনার থেকেছে। একজন ঈর্ষান্বিত(!) কিনা, জানি না। ধন্যবাদ রইল ভক্তের জন্য, সাধুবাদ রইল সুপারম্যানীয় ভক্তিভাজনের জন্য।
বিশেষ অনুরোধ: কারো মাধ্যমে পানশালা থেকে রঙিন দেখে একটি বোতল^ আনিয়েন। তারপর সেটি একজন’কে ধার দিয়েন।
বাংগাল বলেছেনঃ
দুটি সরল প্রশ্ন আমার আছে ——
১ / তাঁদের দুজনেরই নির্বাচনী ওয়াদার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল তাঁরা ঢাকার যানজট এর বিরুদ্ধে জেহাদ করবেন , যানজট সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য পদক্ষেপ নিবেন । তাঁরা কি তাঁদের ওয়াদার কথা এখনো মনে রেখেছেন ?
প্রিয় জুলফিকার জুবায়ের ভাই , আপনার মন্তব্যে বরাবরের মত আধ্যাত্মিকতার ছোঁয়া আছে । রঙিন দেখে একটি বোতল ধার দেওয়ার কথা বলেছেন , আপনার ইঙ্গিত যদি ১০.১.২ মন্তব্য লেখকের দিকে হয় তবে বুঝবো আমার ধারনা করার শক্তি কিছুটা বেড়েছে । আপনিই প্রথম পানশালার বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন , ১০.১.২ মন্তব্য লেখক এখন পর্যন্ত সেই পানশালার চারপাশেই ঘুরঘুর করছেন । ৩১ ডিসেম্বরের’১৬ ‘র পর আর একদিনও আমি ঐ পানশালার চৌকাঠ মাড়াইনি ।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
ফুলের গন্ধে ঘর ছাড়িয়া
ঘোরে যখন মৌ!
ভাবে কী সে
ঘরে আছে তার
একখানা বউ?
— @বাংগাল
নিতাই বাবু বলেছেনঃ
যারা আড়াল প্রিয়, তাদের সবার উপস্থিতি কামনা করি ৷ আশা করি সবার সাথে দেখাসাক্ষাৎ হবে ৷
বাংগাল বলেছেনঃ
😀
নুর ইসলাম রফিক বলেছেনঃ
কোথায় যেন পড়েছিলাম কভু “নীরবতাই সায়” । আমিও আপনার নীরবতাকে সায় হিসেবে ধরে নিলাম প্রিয় বাংগাল ভাই।
দেখা হবে ফাগুন বেলা, হয়তো প্রথম প্রহরে নয়, তপ্ত রোদেলা দুপুর বেলা।
জাহেদ-উর-রহমান বলেছেনঃ
বাংগাল ভাই পিছলাইতাছে। তারে ছাই দিয়া ধরা হোক।
বাংগাল বলেছেনঃ
জাহেদ ভাইকে আশা করি এবারও গতবারের মত মঞ্চে দেদীপ্যমান দেখা যাবে ।
সুমিত বণিক বলেছেনঃ
আমি পাবনার চাটমোহর থেকে আসবো….
নিতাই বাবু বলেছেনঃ
সুমিত বণিক দাদা, এবার মনে হয় আপনাকে কাছে পাচ্ছি ৷ সেই শুভক্ষণের অপেক্ষায়…….
মজিবর রহমান বলেছেনঃ
ধনধান্যপুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা; –
ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা;
কবির আশায় জেগে থাকি। সব অমঙ্গল হোক দুরিভুত আসুক সকল আলো।
নিতাই বাবু বলেছেনঃ
আমার গুরুতুল্য মজিবর দাদা’র কবিতাগুলো তো বেশ! দারুণ ৷ দাদা আসবো, দেখা হবে ৷
জুলফিকার জুবায়ের বলেছেনঃ
সেই দিনগুলোতে অঝোরে বৃষ্টি নামুক – আনন্দ, ভালোবাসা এবং উচ্ছলতার।
নিতাই বাবু বলেছেনঃ
গুরুমশাই, বৃষ্টি হলেই ভালো হবে ৷ সবাই ভিজে একাকার হয়ে যাবো ৷
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
মজিবর রহমান বলেছেনঃ
প্রিয় জুবায়ের দা,
ফাল্গুনে শুধু নহে
দেহ মনে চাহে
ফাগুন সারাক্ষণে।
বৃষ্টিতে হোক মাতোয়ারা
সকল প্রান সকল মনের মিশুকেরা।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
আপনে এত বৃষ্টি বৃষ্টি করছেন ক্যান; উদ্দেশ্য কী? @জুজু
জুলফিকার জুবায়ের বলেছেনঃ
প্রিয় মজিবর দা, গত শনিবার একটি বানান ভুল দৃশ্যমান হয়েছিল। সেদিন থেকে সুকান্ত দা’র খাবার আকাঙ্ক্ষা বেড়ে(!) গেছে। দেহ এবং মন উভয়টাই ভরবে – এ রকম তাকে কি খাওয়ানো যায়…
প্রিয় সুকান্ত ভাই, বৃষ্টির পানি কখনও কখনও ড্রিংক্যাবল হয়। ইচ্ছা করলে অন্য কিছু খেতে না চেয়ে, বৃষ্টির পানি(+…) বোতলে^ ভরে, খেতে পারেন!
সাজ্জাদ রাহমান বলেছেনঃ
আশা করছি এইদিন সবাইকে আরেকবার কাছে পাবো..
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
নিতাই বাবু বলেছেনঃ
এবারও কি লটারির আয়োজন করে আসবো নাকি?
মোহাম্মদ আয়নাল হক বলেছেনঃ
বিডিব্লগের আরেকধাপ এগিয়ে যাক ও
প্রশংসনীয় অগ্রগতি।
শুভকামনা রইল
নাজনীন খলিল বলেছেনঃ
অনেকদিন ধরে এই দিনটির অপেক্ষায় আছি। আসছি সিলেট থেকে। দেখা হবে প্রিয় ব্লগারদের সাথে।সবার জন্য অনেক শুভেচ্ছা।
আনা নাসরীন বলেছেনঃ
খুব ভালো লাগছে আয়োজনটি দেখে। এবারের ‘নগর নাব্য’ এর সাথে যুক্ত থাকার কারণে আনন্দটা একটু বেশিই।
জাহেদ-উর-রহমান বলেছেনঃ
খুব বড় ঝামেলায় না পড়ে গেলে থাকছি। দেখা হবে সবার সাথে। 🙂
নিতাই বাবু বলেছেনঃ
জাহেদ দাদাকে দেখার খুব ইচ্ছে ৷ আশা করি দেখা হবে ৷
আইরিন সুলতানা বলেছেনঃ
ঢাকার বাইরে থেকেও সবাই আসতেছেন … আর আমি এইখান থেকে এইখানে যাবো না? যাবো না কেন? যাবো। 🙂 আহা …. সবাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা।
নুরুন নাহার লিলিয়ান বলেছেনঃ
মজিবর রহমান বলেছেনঃ
আপুরে কেউ নয় গো স্বাধিন
হয়েছি পেটের জন্য অধীন।
কি যে ঘটে জানিনা পরাধীন।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
… তা ছাড়া পেলেন কবে? @আইরিন! 😛
রোদেলা নীলা বলেছেনঃ
দুপুরে খানা দানার মেন্যু পাইলাম না,যাই হোক।এরপর তিনটা থিকা আমি নাই।
নুরুন নাহার লিলিয়ান বলেছেনঃ
😆
😳 রোদেলা আপু বেশ মজার কমেন্ট। আপনার কবিতার বই গুলো এখন কোন প্রকাশনীতে পাবো জানাবেন দয়া করে। আপনাকে মনেহয় বইমেলায় দেখেছি। অটোগ্রাফ সহ বই চাই আপু।নিয়মিত কবিতা চাই। ভাল থাকুন।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
থাকে যেথায় নামকরা ভেন্যু
মোদের, লাভ কী তাতে
যদি না থাকে, সেথায়
শেরাটনের মেন্যু? 😛 😛 😛
সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন বলেছেনঃ
চমৎকার আয়োজন । উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় সকলের উপস্থিতিও আশা করছি। 🙂
নিতাই বাবু বলেছেনঃ
তাহলে এবার আশরাফ দাদাকে কাছে থেকে দেখবো ৷
নিতাই বাবু বলেছেনঃ
আমার মহাগুরুকে এখনো দেখা যাচ্ছে না কেন জানিনা ৷ মহাগুরু কোথায়?
ব্লগপোষক বলেছেনঃ
বিশেষ দ্রষ্টব্য:
এমন একটি আয়োজনে সকলের উপস্থিতি একান্ত প্রত্যাশিত। অনুষ্ঠানের বিস্তারিত সকলকে জানাতে সহায়তা করুন। আপনিও এই আয়োজনের একজন আয়োজক।
সম্মানিত অতিথিরা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাগরিক সাংবাদিকের সকলেই তাদের মূল্যবাদ সময় এই আয়োজনে দেবেন, তাই নির্ধারিত সময়ে আপনার উপস্থিতি অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষায় সহায়ক হবে।
ধন্যবাদ।
-ব্লগ টিম
আশরাফুল আলম বলেছেনঃ
একটা আবদার ছিল / যদি অনুষ্ঠানটা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রচার করা হয় তবে আমরা যারা বাইরে আছি খুব সহজে যোগ দিতে পারবো / এটা খুব একটা কষ্টকর হবে বলে মনে হয় না / ভালো লাগবে যদি এভাবে যোগ দিতে পারি /
ব্লগপোষক বলেছেনঃ
নাগরিক সাংবাদিকতায় ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।
আপনার আগ্রহ নিশ্চয়ই আমাদের সকল প্রবাসী লেখকদেরও প্রত্যাশা এবং তা আমাদের বিবেচনাতেও রয়েছে। আমরা লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি দেখছি।
খন্দকার মনিরুল ইসলাম বলেছেনঃ
প্রথমে ঋৃতুরাজ বসন্তের আগমন তারপর ভালোবাসা দিবস। এতোগুলো বিশেষ দিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই প্রিয় ব্লগের ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব। অত্যন্ত উন্মুখ হয়ে আছি এই উৎসবে অংশগ্রহনে জন্য। সবাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা।
মোঃ গালিব মেহেদী খান বলেছেনঃ
ভাগ্য সহায় থাকলে দেখা হবে সকলের সাথে। ব্লগপোষক সহ কর্তৃপক্ষের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
থাকে যেথায় নামকরা ভেন্যু
মোদের, লাভ কী তাতে
যদি না থাকে, সেথায়
শেরাটনের মেন্যু?
মোরা খাই খাই করা মনু
ভেবেছিলাম ব্লগের জন্মদিনে
সবাই মিলে
পেট ভইরা খামু!
নিতাই বাবু বলেছেনঃ
আমার সুকান্ত দাদা দারুণ একটা ‘খাওয়ার’ কবিতা লিখে ফেলেছে ৷
আতাস্বপন বলেছেনঃ
কর্মদিবসে প্রোগাম হওয়ায় এইমাত্র একটি ঝামেলা এসে হাজরি হলো। অফিসে একটি বিশেস মিটিং আছে আমাকে থাকতে হবে। লেও ঠেলা
নুর ইসলাম রফিক বলেছেনঃ
প্রবাসী সহ ব্লগার প্রিয় রাজ্জাক স্যারকে ঐ দিনটায় অনেক অনেক মিস করবো।
প্রিয় রাজ্জাক স্যার আপনার দৃষ্টি আকর্ষন করছি। প্রবাসে আছেন বলে সহ ব্লগারদের সাথে মিলন মেলায় মিলিত হতে পারবেন না বলে জানী আপনার মন খারাপ। তাই বলে যে আপনি চুপ থাকবেন এটা কিন্তু ঠিকনা।
অন্তত এই নোটিস বোর্ডটা তো প্রাণবন করে তুলুন। আশা করি চুপ করে থাকবেন না।
প্রিয় নিতাই দা, সুকান্ত দা মহাগুরু কোথায়? উনার পদচারণা না থাকায় বড্ড বেমানান দেখাচ্ছে উক্ত মন্তব্যশালাটা। প্রিয় রসিকতাপূর্ণ লেখক সদয় হোন রসিকতায় পরিপূর্ণ করে দিন এখানটা সহ ব্লগারদের মিলনমেলা। আশা রাখি এই মিনতি বিফলে যাবেনা।
প্রিয় সহ ব্লগার বাংগাল ভাই নিশ্চই আমাকে উনার শুন্যতায় ভূগাবেন না ঐ দিন আমি পূর্ণ আশাবাদী। প্রিয় মানুষগুলির সাথে মিলনের প্রবল ইচ্ছে আমাকে ঠেনে নিয়ে যাচ্ছে আপনাদের মাঝে। হে প্রিয়গণ অনুরোধ আপনাদের প্রতি মিলনমেলাটা আপনাদের উপস্থিতি দিয়ে প্রাণবন্ত করে তুলুন। নব্য নতুনদের পেরনা দিন সামনে এগিয়ে যাওয়ার।
আইরিন সুলতানা বলেছেনঃ
শেখা এবং আনন্দ মিলিয়ে অভিজ্ঞতা — এবারের আয়োজন থেকে এমন দারুণ এক প্রাপ্তি হবে আশা করি। যেহেতু দুজন সম্মানিত মেয়র আসছেন এবং তাদের সাথে মত বিনিময়ের সুযোগ আছে, তাহলে ধরে নেয়া যায়, বিষয়টা প্রশ্নোত্তর পর্ব হবে। েএখানে আলোচনা জমে উঠেছে, সেই সুযোগে এই দুই সুযোগে মেয়রের জন্য কার কী কী প্রশ্ন আছে, সেগুলো এখানে লিখলে … আয়োজনের প্রস্তুতিতে তা সহায়ক হতে পারে। এটা নিছক আড্ডা নয়, বরং নাগরিক সাংবাদিকদের জন্য একটি বড় স্পট লাইট হতে যাচ্ছে, আশা করি প্রত্যেকেই বিষয়টি নিয়ে ভাববেন এবং সেভাবে এখানে মতামত দেবেন।
আতাস্বপন বলেছেনঃ
মেয়রদের জন্য প্রশ্ন :
১. আপনি কেন মেয়র হয়েছেন? মন্ত্রী এম,পিওতো হতে পারতেন?
২. শহর এর সম্যসা সমাধানে আপনাদের যে কাজটি করতে প্রথমে দেখা যায় তা হল জনগনকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রতি দেয়া । কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যায় নিজেদের চিন্তা চেতনা আর মতের আলোকেই কাজ করেন। কেন ?
৩. নগরের সবারই কিন্তু আপনি পিতা। আর একজন পিতা কাছে বেলেনসিং আচরন সবার প্রত্যাশা। ইদানিং হকার উচ্ছেদে তার ঘাটতি দেখা গেছে। এ বিষয়ে আপনাদের কি অভিমত?
৪. ময়লার গাড়ি গুলো পালিক প্লেসে এমন ভাবে চলা ফেরো করে যে মাঝে মাঝে জ্যামে আটকে থাকা বাসে তার গন্ধ প্রবেশ করে নারি ভুরি উল্টে আসার যোগার। গাড়িগুলো কি অন্য সময়ে যখন জন চাপ কম থাকে তখন লোড করা বা চলাচল করার ব্যবস্থা করা যায় না?
৫. নারয়নগঞ্জে একটি শিশু ডোবায় পড়ে হারিয়ে যায়। এ নিয়ে আমাদের ব্লগে লেখা লেখি হয়েছে। কথা হল উম্মুক্ত মরন ফাঁদ ডোবানালা, খোলা ম্যানহোল এসব সমস্যা নিরসনে কোন পরিকল্পনা আছে কি?
৬. আপানি এখন পর্যন্ত যা কাজ করেছেন তাতে কি নিজেকে সফল মনে করেন?
কাজী রাশেদ বলেছেনঃ
বহু প্রতিক্ষিত এই বর্ষপুর্তি অনুষ্ঠান। অনেক প্রতীক্ষার অবসান হবে। আসছি সবার রংগে রঙ মিলাতে। তার মধ্য দিয়ে শানিত করবো নিজেকে, সমৃদ্ধ হবো সবার কাছ থেকে কথা অভিজ্ঞতা শুনে।
নিতাই বাবু বলেছেনঃ
সম্মানিতা মেয়র সাহেবা নমস্কার, মেয়র সাহেবা আমি আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ১০ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা ৷ সম্মানিতা মেয়র সাহেবা আমি নারায়ণগঞ্জ শহরের যানজট এবং শহরের প্রাণ কেন্দ্রে বাসস্ট্যান্ড নিয়ে আপনার দরবারে দুএকটা প্রশ্ন রাখতে চাই ৷ যদি কিছু মনে না করেন!
১৷ সম্মানিতা মেয়র সাহেবা, আমি যতটুকু জানি আপনার নিজের বাসস্থান দেওভোগ ৷ সেখান থেকে আপনি প্রতিদিন নগর ভবনে আসেন, এই আসা-যাওয়ার মাঝে কি শহরের বর্তমান যানজটের চিত্র আপনার দৃষ্টিগোচর হয় না? এই যানজট নিরসনে জন্য আপনার পরিকল্পনা কী?
২৷ সম্মানিতা মেয়র সাহেবা, আমি গোদনাইল থেকে যখন নারায়ণগঞ্জ আসি তখন নিউ মেট্রো সিনেমা হল এর সামনে দিয়ে বা চাষাঢ়া হয়ে আপনার শহরে প্রবেশ করি ৷ যখন নিউ মেট্রো সিনেমা হল ঘেঁসে কালির বাজার হয়ে ১নং রেলগেইট ফলপট্টি চেম্বার রোড হয়ে টান বাজার যাই, তখন দেখি ১নং রেলগেইট সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ছোট-বড় বাসগুলির চিত্র ৷ যা দেখে বুঝতে পারি আপনার শহরের যানজটের মূল কারণ হলো এই বাসস্ট্যান্ড ৷ সম্মানিতা মেয়র সাহেবা, শহরের প্রাণ কেন্দ্র থেকে এই মরণব্যধি বাসস্ট্যান্ড কী অন্যত্র সরিয়ে নিয়ে যায় না? এবিষয়ে আপনার পরিকল্পনা আর মতামত প্রার্থনা করি ৷
৩৷ সম্মানিতা মেয়র সাহেবা, বর্তমানে অগের চেয়ে এখন জনসংখ্যার দিক দিয়ে আমাদের নারায়ণগঞ্জের জনসংখ্যাও কম নয় ৷ আমরা নারায়ণগঞ্জ শহরবাসী ঢাকা ওয়াসা কর্তৃক শীতলক্ষ্ম্যা নদীর পানি শোধনাগারে শোধন করে দেয়া পানি পান করে আসছি তা অনেকঅনেক বছর ধরে ৷ এই শীতলক্ষ্ম্যার বিষাক্ত কেমিক্যালের পানি বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ফিটকারি, ব্লিসিং পাউডার দিয়েও ঠিকমতো শোধন করতে পারছে না শোধনাগারের কর্মচারীগণ ওই নীট গার্মেন্টস্ এর থেকে বাহির হওয়া ডাইং এর কেমিক্যালের পানির কারণে ৷ যা হয়তো আপনি নিজেও জানেন বা শীতলক্ষ্ম্যা নদী পার হয়ে ওপারে যেতে দেখেন ৷ সম্মানিতা মেয়র সাহেবা, এই শীতলক্ষ্ম্যাকে বিষাক্ত কেমিক্যালের পানি হতে বাঁচিয়ে নারায়ণগঞ্জবাসীকে বিশুদ্ধ পানি দিতে আপনার পরিকল্পনা কী এবং এবিষয়ে আপনার সুন্দর মতামত প্রার্থনা করি ৷
৪৷ সম্মানিতা মেয়র সাহেবা, বর্তমানে দেশের প্রায় সিটি কর্পোরেশনের শহরগুলেতে শহরবাসীর চলাচলের জন্য ফুট ওভারব্রীজ আছে, সেখানে আমাদের নারায়ণগঞ্জ একটা ফুট ওভারব্রীজও নাই ৷ শহরবাসী নির্বিঘ্নে রাস্তা পারাপার হওয়ার জন্য ফুট ওভারব্রীজ নির্মাণ এর ব্যাপারে আপনার পরিকল্পনা কী? তা আগামী কয়েক বছরের মধ্যে নারায়ণগঞ্জবাসী সেই ফুট ওভারব্রীজ দিয়ে রাস্তা পারাপার হতে পারবে কী?
ধন্যবাদ সম্মানিতা মেয়র সাহেবা, সুন্দর থাকুন সুস্থ থাকুন, আপনার দীর্ঘায়ু কমনা করি ৷
বাংগাল বলেছেনঃ
প্রশ্নোত্তর পর্ব থাকলেতো বেশ হয় । আমরা যদি সরাসরি প্রশ্ন করার সুযোগ পাই , ঢাকার দুই মেয়র মহোদয় বরাবর দুটি সরল প্রশ্ন আমার আছে ——
১ / তাঁদের দুজনেরই নির্বাচনী ওয়াদার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল তাঁরা ঢাকার যানজট এর বিরুদ্ধে জেহাদ করবেন , যানজট সহনীয় মাত্রায় নামিয়ে আনার জন্য পদক্ষেপ নিবেন । তাঁরা কি তাঁদের ওয়াদার কথা এখনো মনে রেখেছেন ?
২ / ঢাকার যানবাহন চালকদের মধ্যে সবচেয়ে বেপরোয়া চালক হচ্ছেন বাস চালক , বাসচালকদের শৃঙ্খলা শিক্ষা দিয়ে রাজপথে অন্যদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীকে নিবৃত করবেন । এ ওয়াদা তাঁরা এখন পর্যন্ত কতটুকু পূর্ণ করতে পেরেছেন ?
এই দুটি ওয়াদা পূর্ণ করে রাজধানীতে রাজপথে শৃঙ্খলা ফিরিয়ে আনার কর্মসূচী হাতে নিলে তাঁদের লক্ষ কোটি টাকার বাজেট লাগবেনা , যা লাগবে তা হচ্ছে সদিচ্ছা । এবং ওয়াদা করে ভুলে না যাওয়ার ইচ্ছা । তাঁদের মতামত জানতে চাইবো তাঁদের সেই সদিচ্ছা আছে কিনা ।
আমার পক্ষ থেকে যে কোন নাগরিক সাংবাদিক এই প্রশ্ন দুটি মেয়র মহোদয় বরাবরে করতে পারেন ।
ব্লগপোষক বলেছেনঃ
সম্মানিত লেখকবৃন্দ,
এই আয়োজনের সাথে অনেকেই পরিশ্রম দিচ্ছে। অনেকেই ঢাকার বাইরে থেকে এই আয়োজনে যোগ দেয়ার জন্য ছুটে আসছেন। নিশ্চয়ই এই আয়োজন, এই মিলনমেলা আনন্দের। একই সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে এই আয়োজন একটি ইতিবাচক আলোকপাত এই প্লাটফর্মের নাগরিক সাংবাদিকদের উপর। এক ধরনের স্বীকৃতিও।
সুতরাং এর সার্বিক গুরুত্ব সকলেই অনুভব করেন বলে ব্লগ টিম বিশ্বাস করে। এই প্লাটফর্মের লেখকরা ছাড়াও ড্যাফোডিলের শিক্ষার্থীসহ আরো অনেকে এই আমন্ত্রণপত্র এবং আপনাদের মন্তব্য পড়ছে।
আপনাদের সকলের আনন্দ মন্তব্য বিনিময়ের পাশাপাশি পুরো আয়োজনের বিষয়বস্তু ও ব্যক্তিবর্গের প্রতি গুরুত্ব দিয়ে মন্তব্য দিলে তা সকলের জন্য সহায়ক হবে।
ধন্যবাদ।
ব্লগ টিম
নিতাই বাবু বলেছেনঃ
আমারা বিডিনিউজ ব্লগের নিবন্ধিত সব ব্লগার/লেখকবৃন্দ হলাম এই প্লাটফর্মের নিজ ঘরের মানুষের মত, আর যারা আমাদের এই মিলনমেলায় আমন্ত্রিত হয়ে আমাদে বাড়তি আনন্দ দিতে আসছেন তাঁরা আমাদে সম্মানিত অতিথি ৷ সম্মানিত অতিথিবৃন্দ যেন আমাদের চাইতে বেশি সম্মান পান সেদিকে সবার খেয়াল রাখতে হবে ৷
মোঃ আসাদুজ্জামান বলেছেনঃ
আশা করছি আসতে পারবো ইনশাআল্লাহ
নুর ইসলাম রফিক বলেছেনঃ
টিকেট কেটে রাত ঠিক ১২টা বাজার অপেক্ষায়। পাচ ছ ঘন্টায় পৌছে যাবো ২৪৪ কিলোমিটার পথ। গন্তব্য ডেফোডিল ভবন।
নুর ইসলাম রফিক বলেছেনঃ
প্রিয় রাজ্জাক স্যার কাল আপনার থেকে বহু বহু দূরে থেকেও আপন ভালবাসা নেব গোপন অনুভবে।
বিডি নিউস ২৪ ব্লগের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা প্রিয় প্লাটফর্ম এর ৬ বছর উদযাপন, নগরনাব্য ২০১৭ এর মোড়ক উন্মোচন ও বিডি নিউস ২৪ ব্লগ এর নতুন লগো উদ্বোধন উপলক্ষে।
সর্বদা ভাল থাকবেন।
নুর ইসলাম রফিক বলেছেনঃ
এই মাত্র নতুন লগো প্রদর্শিত হয়েছে। না মোটেও নতুন লগো আগেরটা চেয়ে ভাল লাগছেনা। আমার কাছে নতুনটার চেয়ে পুরাতনটাই ভাল মনে হচ্ছে।
নুর ইসলাম রফিক বলেছেনঃ
এই মাত্র নতুন লগো প্রদর্শিত হয়েছে। না মোটেও নতুন লগো আগেরটা চেয়ে ভাল লাগছেনা। আমার কাছে নতুনটার চেয়ে পুরাতনটাই সর্বদিক ভাল মনে হচ্ছে।
নুর ইসলাম রফিক বলেছেনঃ
প্রিয় বাংগাল ভাই হাওয়ার উপর ভর করে গাড়ি ছুটছে। ছুটছি আমিও তাতে।
আপনার স্পর দিয়ে আমার আগামি দিনটা শুভ করে তুলিবেন আমার পূর্ণ বিশ্বাস।
ব্লগপোষক বলেছেনঃ
প্রিয় নাগরিক সাংবাদিক বন্ধুরা,
বিশেষত প্রবাসী ব্লগাররা যেন আমাদের আয়োজনে একাত্ম হতে পারেন, তাই লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। ফেসবুকের পাতায় আয়োজনের প্রথম ভাগ সরাসরি দেখা যাবে।
লিংক: https://www.facebook.com/bdnews24/videos/10158378287005601/
ধন্যবাদ।
ব্লগ টিম
নিতাই বাবু বলেছেনঃ
খুব সুন্দর লোগো হয়েছে, দেখতেও বেশ! কি্তু ভাবছি, আমাদের ব্লগে তো দুইজন প্রিয় লেখক লোগো বানিয়ে পোস্ট দিয়েছিলেন ৷
নুর ইসলাম রফিক বলেছেনঃ
প্রিয় বাংগাল ভাই আমি জানী আপনি আমাদের আশেপাশে আছেন। যদিও চক্ষু আড়ালে। চোখের খুব সামনে থাকলেও আপনাকে চিনে নেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি। ক্ষমতা না হওয়ার প্রধান কারন আপনার জন্য আমার অন্তরে ভালবাসার কমতি। প্লিজ ভাই অন্তত একবার দেখা দিন।
এস এম শারফুদ্দিন শাওন বলেছেনঃ
লগো পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সামগ্রিক আত্ম বিস্তৃতির বিকাশসহ সুপার সনিক সংবাদ মাধ্রম হয়ে উঠুক।অনেক অনেক শুভ কামনা।
জয়নাল আবেদীন বলেছেনঃ
অনুষ্ঠানের শুরু থেকে থাকার ইচ্ছে কাল রাত পর্যন্তও ছিল। আকস্মিক ব্যস্ততায় তা আর হয়ে ওঠেনি। সশরীরে না থাকলেও ভার্চুয়ালি আছি। আবারও অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় সহ-ব্লগারবৃন্দ!
নেংমিঞ্জা বাপন বলেছেনঃ
ফেসবুকে লাইভ দেখছি । 🙂 সময়ের অভাবে আসতে পারলামনা 🙁 ।
দিব্যেন্দু দ্বীপ বলেছেনঃ
বিশেষ ব্যস্ততা এবং বাস্তবতার কারণে থাকতে না পারার জন্য দুঃখ লাগছে।
আতাস্বপন বলেছেনঃ
এত দু:খ রাখ কই
এত সুন্দর আয়োজন মিন হল
কস্টের পাহাড় বই।
সরি সরি সরি
মরমেতে মরি
গেল আমার সব জলে
অফিসের ফেরে পরি ।
ব্লগের ষষ্ঠ বছর পূর্তিতে সবাইকে জানাই শুভেচ্ছা। বিশেষ করে নিতাই দাকে জানাইন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নতুন লগোে ভাল তবে বাংলা ব্রগ তাই বাংলার ছোয়া থাকলে ভাল হত । নগর নাব্য কেমন হয়েছে? জানিনা এখনো। নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। বইটি পাবার জন্য মন কেমন করছে। ইনশাআল্লাহ খুব শিঘ্রই সংগ্রহ করে ফেলবো।
বাংগাল বলেছেনঃ
শেরাটনের মেন্যু নাই
মোরগ ও নাই ।
তাইতো শিষ্যের দেখা নাই
ওস্তাদও নাই ।
আতা স্বপন ভাই নাই
তাইতো গড়িয়ে জলের ধারে
পড়ে যাবার মজাও নাই ।
যা নিয়ে এত বড় ঘটনা
ব্লগে এ পর্যন্ত তারই উল্লেখ নাই ।
নগর নাব্যের কাগজে কি লিখা আছে
এটা জানানোর যেন কারো তাড়া নাই ।
তাহলে এতবড় ঘটনা ঘটে গেলো
বসন্তে বৃষ্টিও হলোনা
দুদিন হয়ে গেলো
হায়
আসল ঘটনা রয়েই গেল অজানা ।
আতাস্বপন বলেছেনঃ
বাহ! সাধু সাধু
কি ছান্দিক প্রকাশ
এতো দিন দিতো গদ্যে
আজ পদ্যে দিলো বাঁশ।
পদ্যেও যে ঝানু
আহ! কি তাল
সাধু! সাধূ
কবি বাঙ্গাল
নিতাই বাবু বলেছেনঃ
সব কথার এক কথা শ্রদ্ধেয় দাদাকে পাই নাই, পাই নাই ৷
নিতাই বাবু বলেছেনঃ
সব কথার এক কথা শ্রদ্ধেয় দাদাকে পাই নাই, পাই নাই কে?
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
বহুত আচ্ছা! বহুত আচ্ছা!
মজিবর রহমান বলেছেনঃ
বিডিব্লগ চলুক আপন ছন্দে
মাতুক দেশের সকল মানুষ তুলে আনিক সকল সমস্যা দেশের আনাচে-কানাচের।
শুভকামনা রইল।
নিতাই বাবু বলেছেনঃ
ব্লগ বিডিনিউজ ডট কম সহ, এর সকল ব্লগার/লেখকবৃন্দকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ৷ আপনাদের ভালোবাসার ফসল আমার এই ‘নগর বাব্য ২০১৭ সম্মাননা পুরস্কার ৷ আপনাদে ভালোবাসা আমার বেঁচে থাকার অবশিষ্ট জীবনে চির স্মরণীয় হয়ে থাকবে ৷ আপনাদের সকলের অনুপ্রেরণায় আমাকে নতুক করে পথ চলতে সাহায্য করবে ৷ জয় হোক বিডিনিউজ২৪ ডট কম ব্লগের সকল ব্লগার/লেখকবৃন্দের ৷
নিতাই বাবু বলেছেনঃ
পড়ুন ‘নগর নাব্য’ আমার জীবনটাই এক কঠিন পথচলা ৷ এই পথচলার মাঝেই প্রতিটি মন্তব্যে প্রত্যুত্তর দিয়ে থাকি মোবাইলের সাহায্যে ৷ তাই এই আচমকা বানান ভুলের কারণ হয়ে দাঁড়ায় ৷
এস এম শারফুদ্দিন শাওন বলেছেনঃ
অংশ নিতে পারিনি বলে বিষনভাবে মিস করছি অত সব আনন্দের রাশি রাশি বেদনার নীল রং।ক্ষুদতর অনু র মিলনে বিশালকার আয়োজনে সাফল্য মন্ডিত হোক আমাদের একাদশী উজযাপন।
শাহিন বাবু বলেছেনঃ
শুভ কামনা নিরন্তর ।
মুহাম্মদ মুসা বলেছেনঃ
আমার অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারিনি। 🙁 🙁
আজমাল হোসেন মামুন বলেছেনঃ
অামি জানতে পারিনি বলে যেতে পারিনি। তবে না যাওয়ার বেদনা অামি অনুভব করতে পারছি। কারণ, অনেক ব্লগারকে নামে চিনি কিন্তু সরাসরি দেখা করার সুযোগ এটাই ছিল । অামি মিশ করেছি।
আসাদুজ্জামান লিটন বলেছেনঃ
আমি জানতে পারিনি তবে এখন জানতে পেরে খুবই খারাপ লাগছে । সর্বদা মঙ্গল কামনা করি ব্লগ বিডি নিউজ ২৪ ডট কম ।