ষষ্ঠ বর্ষপূর্তিতে নাগরিক সাংবাদিক ও নগর প্রধান মতবিনিময় এবং নাগরিক সাংবাদিকতা কর্মশালা

আইরিন সুলতানা
Published : 12 Feb 2017, 08:46 PM
Updated : 12 Feb 2017, 08:46 PM

প্রিয় নাগরিক সাংবাদিক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাধ্যমে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশে প্রথম নাগরিক সাংবাদিকতাভিত্তিক প্লাটফর্ম 'ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'। সকলের আন্তরিক ও সম্মিলিত প্রচেষ্টায় এই প্ল্যাটফর্ম একে একে অনেকগুলো বছর পার করে আজ ষষ্ঠ বর্ষপূর্তি আয়োজনের জন্য প্রস্তুত।

এই মিলনমেলায় বাড়তি আনন্দ যুক্ত করতে ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নতুন লোগো উন্মুক্ত করতে যাচ্ছে।

সিটি কর্পোরেশন ও পৌরসভার নাগরিকদের প্রত্যাশা নিয়ে ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত নাগরিক সাংবাদিকদের নির্বাচিত প্রতিবেদন নিয়ে এবার আসছে ব্লগ সংকলন 'নগর নাব্য – মেয়র সমীপেষু'। ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ষষ্ঠ বর্ষপূর্তির এই আয়োজনের কেন্দ্রে থাকছে নাগরিক সাংবাদিক এবং নগর প্রধান।

উল্লেখ্য, এবারের আয়োজনে ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাগরিক সাংবাদিকদের সাথে যোগ দিতে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সহযোগী হয়েছে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

এবারের আয়োজন দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে বর্ষপূর্তি আয়োজন এবং দ্বিতীয় পর্বে নাগরিক সাংবাদিকতা কর্মশালা। কর্মশালায় নিবন্ধনের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং কর্মশালা শেষে সনদ প্রাপ্ত হবেন ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে।

এবারের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিতির বিষয়ে ইতোমধ্যে সদয় সম্মতি পাওয়া গেছে মাননীয় অতিথিবৃন্দের কাছ থেকে।

আমন্ত্রিত অতিথি:

ড. মোহাম্মদ গোলাম রহমান, প্রধান তথ্য কমিশনার, তথ্য কমিশন, বাংলাদেশ
মোহাম্মদ সাঈদ খোকন, মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
সেলিনা হায়াৎ আইভী, মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন
তৌফিক ইমরোজ খালিদী, এডিটর-ইন-চিফ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মো. সবুর খান, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রফেসর ড. সাখাওয়াত আলী খান, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
কবি মুহম্মদ নুরুল হুদা, সম্পাদক,  আর্টস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সেলিম আহমেদ, সহকারি অধ্যাপক ও প্রধান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেন, প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
গাজী নাসিরুদ্দিন আহমেদ, প্রধান,  কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড এডিটোরিয়াল পলিসি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সৈয়দ মিজানুর রহমান রাজু, ডিরেক্টর, স্টুডেন্ট অ্যাফেয়ার্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নাগরিক সাংবাদিকতা কর্মশালা বক্তা:
রোবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাহমিদুল হক, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

তারিখ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
প্রথম পর্ব: ষষ্ঠ বর্ষপূর্তি এবং নাগরিক সাংবাদিক-নগর প্রধান মতবিনিময়
সময়: বেলা ১০টা – ১:৩০টা

  • ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নতুন লোগো উদ্বোধন
  • কেক কাটা
  • নাগরিক সাংবাদিক সম্মাননা ২০১৭
  • 'নগর নাব্য -মেয়র সমীপেষু' মোড়ক উন্মোচন
  • নাগরিক ও নগর প্রধান মতবিনিময়
  • সন্মানিত অতিথিদের বক্তব্য

দ্বিতীয় পর্ব: নাগরিক সাংবাদিকতা কর্মশালা
সময়: বেলা ২:৩০টা – ৬:৩০টা

স্থানঃ ৪/২ সোবহানবাগ, ড্যাফোডিল টাওয়ার, ধানমণ্ডি, ঢাকা-১২০৭

বর্ষপূর্তির আনন্দ ছাড়াও নাগরিক ও নাগরিক সাংবাদিক হিসেবে নগর নিয়ে নগর প্রধানের মুখোমুখির মুহূর্তটি একটি অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। একই সাথে নাগরিক সাংবাদিকতা কর্মশালা নাগরিক সাংবাদিকতার বৈশ্বিক দিক সম্পর্কে অবহিত করবে সকলকে।

এমন একটি আয়োজনে আপনার উপস্থিতি একান্ত প্রত্যাশিত।

নাগরিক সাংবাদিকতায়  ষষ্ঠ বর্ষপূর্তিতে আপনাকে শুভেচ্ছা।

পাদটিকা: সম্মানিত অতিথিরা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাগরিক সাংবাদিকের সকলেই তাদের মূল্যবান সময় এই আয়োজনে দেবেন, তাই নির্ধারিত সময়ে আপনার উপস্থিতি অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষায় সহায়ক হবে।