ব্লগে বিভিন্ন বিভিন্ন পোস্টে তথ্যসূত্র উল্লেখ করাকে ব্লগ টিম শুরু থেকেই উৎসাহিত করছে। তথ্য সূত্র, সংবাদ লিংক, ইত্যাদি যেমন পোস্টের শেষে বিশেষভাবে উল্লেখ করা যায়, তেমনি যোগ করা যায় মূল লেখার মাঝেও। যদি তথ্যসূত্র আন্তর্জালের কোন ওয়েব সাইটে পাওয়া যায়, তবে ব্লগার তার পোস্টের একটি শব্দ বা একটি লাইনকে সহজেই তথ্যসূত্রের সাথে লিংক করে দিতে পারেন।
ওয়েব সাইট লিংক অনেক ক্ষেত্রেই দেখতে দীর্ঘ হয়। লিংক ব্লগে কেবল সরাসরি লিখে দিলে (কপি-পেস্ট) তা পুনরায় কপি-পেস্ট করে বিস্তারিত দেখে নিতে অনেক ব্লগার উৎসাহিত বোধ করেন না। পক্ষান্তরে, যদি কোন ব্লগারের পোস্টে কোন ’টেক্সট লিংকড’ থাকে, তবে অন্য ব্লগাররা ক্লিক করতে আগ্রহী হয়ে ওঠেন।
ব্লগে পোস্ট এবং মন্তব্য দু’ক্ষেত্রেই টেক্সট লিংক বা লেখায় লিংক সংযোজনের সুযোগ রয়েছে।
পোস্টে লিংক সংযোজন:
’নতুন পোস্ট লিখুন’ অথবা পোস্ট ’এডিট ‘ প্যানেলে শিরোনাম ও মূল পোস্ট লেখার জন্য দু’টি আলাদা ’টেক্সট ফিল্ড’ রয়েছে। মূল পোস্ট লেখার টেক্সট ফিল্ডের উপর বিভিন্ন বাটন রয়েছে, পোস্টের লেখাকে বিভিন্নভাবে ’হাইলাইট’ করার জন্য।
’লিংক’ বাটনটি ’টেক্সট লিংক’ এর জন্য ব্যবহৃত হয়।
১. মূল পোস্ট এর টেক্সট ফিল্ডে কিছু লিখুন।

২. লেখার যতটুকু অংশে লিংক সংযোজন করতে চান ততটুকু ’সিলেক্ট’ করুন।

৩. লিংক বাটনে ক্লিক করুন।
৪. একটি ফ্লোটিং বক্স আসবে (যারা মজিলা ফায়ার ফক্স ব্যবহার করছেন তারা এমন দেখতে পাবেন)

৫. লিংক আকারে যে ওয়েব সাইট বা যে লিংকটি সংযোজন করতে চান তা কপি করে নিন ব্রাউজার থেকে (অথবা যদি কোন নোট প্যাড বা টেক্সট এডিটরে লিংকটি সেইভ করা থাকে, সেখান থেকে কপি করে নিন)
৬. এবার ফ্লোটিং বক্সে লেখা http:// মুছে দিন (অথবা তা সিলেক্ট করুন)
৭. এবার ব্রাউজার অথবা টেক্সট এডিটর থেকে কপি করা লিংকটি ফ্লোটিং বক্সে পেস্ট করুন।

৮. ওকে করুন, মূল টেক্সট ফিল্ডে ফিরে আসতে।
৯. পোস্টের সিলেক্ট করা অংশটুকুতে লিংক সংযোজিত কোড দেখা যাবে।

১০. যদি কোডটি মনে রাখতে পারেন, অথবা কোডটি কোথাও লিখে রাখেন মনে রাখার সুবিধার্থে, তবে কোডটি সরাসরি লিখে/কপি-পেস্ট করেও টেক্সট লিংক সংযোজন করা যাবে। এক্ষেত্রে কোড/ফরম্যাটটি হলো (কোডটি ব্যবহারের সময় ’স্পেস’ বাদ দিতে হবে)-
< a href = " লিংক " > শব্দ/বাক্য/টেক্সট < / a >
মন্তব্যে লিংক সংযোজন:
১. মন্তব্য ঘরে টেক্সট লিংক করার বাটনটি নীচের স্ক্রিন শটে ’রেড মার্ক’ করে দেখানো হয়েছে।

২. পূর্বের নির্দেশিকা অনুসরণ করে মন্তব্যের টেক্সট লিংক করুন।

ব্লগ টিম আশা করছে, ব্লগাররা সকলেই পোস্টে ও প্রয়োজনে মন্তব্যে যথাযথ রেফারেন্স/তথ্যসূত্র প্রদান করবেন।
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ
ব্লগ পরিচালক
অনেক অনেক ধন্যবাদ। 😆
মোসাদ্দিক উজ্জ্বল বলেছেনঃ
শুধু ধন্যবাদ দিয়ে আমি মনে ছোট করে ফেল্লাম। আজ সকালে যখন লিঙ্ক যোগ করতে পারছিলামনা, তখন বাধ্য হয়ে আমি যোগাযোগ করি। আসলে অপেরা, আর ইন্টারনেট এক্সপ্লোর এই দুটি বড় বেশী ঝামেলা করে। সেই ক্ষেত্রে মযিলা ফায়ার ফক্স অনেক সুবিধা জনক। আমি আসলে অভিভূত কল করার সাথে সাথে ব্লগ এর এই সহযোগিতা একটি প্রফেশনাল মানসিকতার পরিচয় দিল। এবং এই পর্যন্ত যত গুলী বাংলা ব্লগ দেখলাম আমাদের এই ব্লগ সর্ব শ্রেষ্ঠ তার দাবি রাখে।
কোন সন্দেহ নেই
আমি বি ডি নিউজ ২৪ এর উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
ব্লগপোষক বলেছেনঃ
ব্লগ টিম আশা করছে সহায়িকা পোস্টটি আপনাকে সহায়তা দিতে পেরেছে।
ব্লগে নতুন পুরনো সহ-ব্লগারদের লিংক সংযোজন অসুবিধায় এখন সহ-ব্লগাররাই এগিয়ে আসতে পারবেন বলে আশা করা যায়।
নিশ্চয়ই ব্লগাররাই ব্লগের প্রাণ।
ধন্যবাদ আপনাকে মোসাদ্দিক উজ্জ্বল ।
নাহুয়াল মিথ বলেছেনঃ
ব্লগপোষকের ফেসবুক ও টুইটার আইডি চাই 😆 😆 😆
ব্লগপোষক বলেছেনঃ
বিডিনিউজ টোয়েন্টি ফোর ব্লগ ফেসবুক গ্রুপ
বিডিনিউজ টোয়েন্টি ফোর টুইটার
ই-মেইল: blog.bdnews24.com@gmail.com
নাহুয়াল মিথ বলেছেনঃ
ব্লগপোষকের (নিজস্ব) আইডি খোলা হোক 😎
আলবাব সিদ্দিকী বলেছেনঃ
ব্লগ পরিচালককে অনেক ধন্যবাদ। সব বিষয়েই নূতন। নূতন কম্পিউটার ব্যবহারে,নূতন ব্লগ লেখার চেষ্টায়। লিন্ক কিভাবে দিতে হয় জানিনা। জানার জন্য যখন আপ্রাণ চেষ্টা করছি তখনই আপনাদের এ সাহায্য,আমাকে উৎসাহিত ও অনুপ্রানিত করেছে । আবার ও ধন্যবাদ।
এস. এম. মাহবুব হোসেন বলেছেনঃ
ব্লগডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সম্মানিত এডমিন ও এডিটরগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আমি আমার প্রত্যেকটা পোস্টে সমাজ ও রাষ্ট্রের একেকটি সমস্যা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করে থাকি।
সম্মানিত এডিটরগণ, অত্যন্ত দূঃখের সাথে বলতে হচ্ছে, আমার লেখা অনেকগুলো পোস্ট দীর্ঘদিন অপেক্ষমান থাকার পর, পোস্টে ছবি যুক্ত না করার কারণে বা নাগরিক সাংবাদিকতা ভিত্তিক পোস্ট কাম্য বলে বাতিল করা হয়।
আপসোস! রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করার পরও কোনটা নাগরিক সাংবাদিকতা ভিত্তিক লেখা, সেটা বুঝতে পারলাম না। আসলে এ দোষ আমার নয়। এই দোষ আমাদের শিক্ষা ব্যবস্থার। যে শিক্ষা ব্যবস্থা আমাকে যথাযথ শিক্ষা দিতে পারেনি।
সম্মানিত এডিটরগণ, ব্লগে নিবন্ধিত ব্লগারদের মন্তব্য এপ্রোভালমুক্ত করা হলে, ব্লগাররা মন্তব্য করতে বেশি আগ্রহী হবেন। যার মাধ্যমে একজন ব্লগারকে জবাবদিহিতামূলক পোস্ট তৈরি করতে বাধ্য করা হবে।
সম্মানিত এডিটরগণ, দেশে এখন একদলীয় বাকশাল চলছে। সংবাদপত্রের গলা ঠিপে ধরা হয়েছে। সচেতন জনগণের বাক স্বাধীনতায় আঘাত আনা হচ্ছে। ব্লগারদের গণতান্ত্রিক লেখাগুলো প্রকাশিত হলে, দেশ ও দেশের মানুষ উপকৃত হবে।
ধন্যবাদ বিডিব্লগ পরিবারের সবাইকে।