গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ দ্রব্যমূল্য বৃদ্ধির রেকর্ড…. সরকার বলেন ভিন্ন কথা

তুহিন
Published : 5 Feb 2011, 07:51 AM
Updated : 5 Feb 2011, 07:51 AM

আমাদের সরকার ও তার মন্ত্রীরা বিভিন্ন সময়ে দ্রব্যমূল্য আগের তুলনায় কম আছে বলে মন্তব্য করলেও আদৌ তার ভিত্তি নেই। এমনটিই প্রকাশ পেয়েছে সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য মতে। গত তিন বছরে দ্রব্যমূল্যবৃদ্ধির রেকর্ড ছাড়িয়েছে এবার। এক মাসের ব্যবধানে এক দশমিক দুই শতাংশ হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।

অথচ আমাদের বানিজ্য মন্ত্রীসহ সরকারের বিভিন্ন আমলারা মিছিলে, মিটিংএ দ্রব্যমূল্য আগের তুলনায় অনেক কম বলে বুলি আওড়ান.. তাদের এ বুলির যথার্থ জবাব মিলেছে এবার.. নিউজটি পড়ে না পোস্ট করে পারলাম না। আশাকরি আপনারাও একটি গুরুত্বপূর্ন তথ্য জানলেন..

তবে আমার এ পোস্টটি কাউকে উদ্দেশ্য করে নয়, আমার কাছে যেটি মনে হয় তাই প্রকাশ করলাম।

তথ্যসূত্র: