
পুরো নগ্ন হয়ে ম্যাগাজিনে পোজ দিয়ে আলোচিত গায়িকা এবার জনপ্রিয়তা বাড়াতে নতুন পদ্ধতি অবলম্বন করছেন। যদিও সেটি কাজে আসবে কিনা কেউ বলতে পারে না।
বারবার দেহ প্রদর্শন করে কতদিন চলবে? শ্রোতা, দর্শকরা সবাই এক নয়। সবার মন একও নয়। তাই শুধু দেহ না দেখে অনেকে কণ্ঠও বিচার করেন। তাই যতোই নতুন পদ্ধতি অবলম্বন করা হোক না কেন, তাতে কিবা আসে যায়। তবে ব্লাক আয়েড পিয়ার্সের উইলিয়াম এর সাথে সম্পৃক্ততা তাকে কিছুটা হলেও সামনে নিতে পারে মনে হয়। এখন শুধু দেখার পালা।
পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।