শাহবাগের নতুন মুক্তিযোদ্ধারা – তোমাদের প্রতি স্ব-শ্রদ্ধ সালাম

সামিম৭০
Published : 11 Feb 2013, 10:32 AM
Updated : 11 Feb 2013, 10:32 AM

গত শুক্রবারে গিয়েছিলাম বাংলাদেশের এই মুহুর্তে সবচেয়ে পবিত্র স্থান শাহাবাগে। যেখানে প্রতিফলিত হচ্ছে ৭১ এর। সাথে আমার দুই জমজ কন্যা যাদের বয়স সবে ৬। বৃহঃপ্রতিবার অফিস থেকে বাসায় ফিরেই দেখি আমার কন্যারা শুক্রবারের কর্মসূচি তৈরী করে রেখেছে। অন্য সময় তারা কোথাও ঘুরতে যেতে চাইত, বায়না ধরত এবার একবারে পাক পোক্ত কর্মসুচী শাহাবাগে যাবে দুষ্ট লোকদের (ওদেও ভাষায়) ফাঁসী চাইতে। দিন রাত শুধু টিভির চ্যানেল পাল্টাচ্ছে কোন চ্যানেলে শাহাবাগের খবর আছে, তাদের প্রিয় ডরিমন, কার্টুন নেটওয়ার্ক দেখা বন্ধ শুধু শাহাবাগের খবর চাই। ওদের প্রয়াত নানা একজন মুক্তি যোদ্ধা তার কাছ থেকেই শুনেছে যারা ৭১ সালে স্বাধীনতার বিরোধীতা করেছে তারা রাজাকার আর রাজাকার মানেই দুষ্টলোক। আমি স্ব-পরিবারে গিয়েছি শাহাবাগে দুপুর থেকে রাত পর্যন্ত থেকে আমার মেয়েরা শুধু একটাই কথা বলেছে রাজাকারের ফাঁসি চাই। আমার সামর্থ কম তাই প্রতিদিন যেতে পারছিনা কিন্তু যতক্ষন কম্পিউটারের সামনে থাকি ততক্ষন ফেইসবুকে রাজাকার খুঁজে খুঁজে তাদের রিপোর্ট করি। আমাদের হয়ত অনেকেরই সামর্থ নেই প্রত্যক্ষভাবে আন্দোলনের কিন্তু পরোক্ষভাবে আমাদের স্ব স্ব অবস্থান থেকে এই আন্দোলনের সাথে সবাই যুক্ত থাকতে পারি একটু চেষ্টা করলেই। এই আন্দোলনকে বানচাল করার জন্য বিভিন্ন ফেক আইডি তৈরী করে জামাত শিবির চক্র বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত আছে, সবাই সাবধান থাকবেন, জয় আমাদের হবেই -জয় বাংলা