রোকেয়ার মিডল ক্লাস নারীশিক্ষা লইয়া কিছু হালকা পয়েন্ট… (প্রচারণা পোস্ট)

কামরুল হাসানকামরুল হাসান
Published : 10 Dec 2011, 04:53 AM
Updated : 10 Dec 2011, 04:53 AM


মিসেস্‌ আর, এস্‌, হোসেন (১৮৮০-৯.১২.১৯৩০)

"রোকেয়ারে নারীমুক্তির অবতার হিসাবে নিতে হইলে তিনি যে সচেতন ভাবে অনবোরধবাসিনী ছোটলোক মেয়েদের তার স্কুলের ছাত্রী হিসাবে দেইখাও দেখেন নাই সেইটা স্বীকার কইরা নিতে হয়। তা স্বীকার করলে রোকেয়ার নারীমুক্তির আন্দোলন গৌণ হইয়া যায় অনেকটাই। মহত্ত্ব তো দূরের ব্যাপার।" / ব্রারা

(লেখার লিংক: http://bit.ly/vqbiaU )