শাহানূর ইসলাম সৈকত
Published : 26 June 2012, 07:30 PM
Updated : 26 June 2012, 07:30 PM

শুধু মোর একটি প্রশ্ন বেশী কিছু নয়
আমি কে? কে আমি এই সংশয়।
শয়ন স্বপন মাঝে, আদি কালের স্রোতে
চলেছি ভাসিয়া কোথা কোন অনাদিতে
সদা মনে সংশয় আমি যেন আমি নয়,
ব্যকুল আঁখির কোনে তাই যত ভয়।
আমার আমিতে আমি আপনি ভোলা
কনক পরশ নাহি দেই কেন দোলা?
জানিতে বাসনা মোর বেশী কিছু নয়
আমি কে? দাও শুধু এই পরিচয়।

তারিখ:২৫/১০/১৯৬১, সিপাহীপাড়া (কাজলদীঘি), দিনাজপুর।

বাবা(নিজাম উদ্দীন আহমেদ)'র ব্যবহৃত বিছানার তোশক উল্টিয়ে দেখছিলাম। হটাৎ একটি পুরানো খাতার উপর নজর পড়ে। খুব সাদা-মাটা পুরাতন খাতা। খাতাটির পাতা উল্টাতেই বেড়িয়ে আসে গোটা গোটা অক্ষরে লিখা বাবার কিছু স্বরচিত কবিতা ও স্মৃতি কথা। আমি তাঁর লিখাগুলো পড়ছিলাম আর আমার দু-চোখ দিয়ে অঝোরে পানি ঝরছিল। আমার বাবা গত ৩ ডিসেম্বর ২০১০ ইং তারিখে সত্তর বছর বয়সে আমাদের সবাইকে কাঁদিয়ে অসীমের পথে পারি জমিয়েছেন। আমি তাঁর আত্ত্বার মাগফেরাত কামনা করে তাঁরই লিখা একটি কবিতা আজ প্রকাশ করলাম এবং অন্যান্য লিখাগুলো ক্রমান্ময়ে প্রকাশ করব। আশা করি আপনাদের ভাল লাগবে।