কেউ আর সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে না!!

শাহানূর ইসলাম সৈকত
Published : 16 July 2012, 04:46 AM
Updated : 16 July 2012, 04:46 AM

জীবন তোমায় দিলাম ছুটি

সারা জীবন অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করতে করতে নিজের অধিকার যে কবে নিঃশেষ করে ফেলেছি তার প্রতি নজর দিতে পারিনি। ছন্ন ছাড়া অগোছালো জীবনে পারিনি নিজ জীবনের হিসেব রাখতে। তাইত পারিনি হিসেব মিলাতে। যার প্রেরণায় ছন্নছাড়া আর অগোছালো জীবনকে সাজানোর আপ্রাণ চেষ্টা এবং অবশেষে সফলতা, যদিও সময় অতি অল্প । হঠাৎ ফরমান, শুধু এক বছরের নয়, দিতে হবে জীবনের গত চার বছরের হিসেব। অপারগ আমি, ক্ষমা চেয়ে দিলাম ছয় মাসের হিসেব, তাঁতে আমি উত্তীর্ণ। কিন্তু তাতে কি, সে যে চায় গত চার বছরের গড় হিসেব, যার হিসেব আমি কখনো রাখিনি। ফলশ্রুতিতে ব্যর্থ হৃদয়ে তার পরিবারে সিদ্ধান্তকে মাথা পেতে নেওয়া। গত বুধবারে যে ছিল একান্ত আমার, একদিন পর সে আমার নিকট থেকে যোজন যোজন মাইল দূরে। যার সাথে ঘন্টায় ঘন্টায় ভিডিও কনফারেন্স আর একমুহূর্ত কথা না বলে থাকতে না পারা, তার সাথে গত কয়েক দিন একবারের মতও কথা বলতে না পারা। হায়রে জীবন!! যার জন্য জীবনের গতি পরিবর্তন করে তথাকথিত পুঁজিবাদী প্রতিষ্ঠার পিছনে ছোটা। যার জন্য চিন্তা আর বিবেকের স্বাধীনতাকে পরিত্যাগ করে আধুনিক দাস হিসেবে নিজেকে নিয়োজিত করে বিবেককে বাক্সবন্দী করে ফেলা। আমার একমাত্র অবলম্বন সেই যদি না থাকে তবে কার জন্য এই প্রতিষ্ঠা? কার জন্য এই সাজানো গোছালো জীবন??? কার জন্য সমাজের চোখে তথাকথিত এই ভদ্র জীবন যাপন?? তাই জীবন আজ তোমায় দিলাম ছুটি। যেদিকে মন চায় যেতে পার! যা করতে ইচ্ছে হয় করতে পার!! যা বলতে ইচ্ছে হয় বলতে পার!!! তোমাকে আর কারো কাছে প্রতিদিনের ন্যায় জবাবদিহি করতে হবে না! প্রতিদিনের ন্যায় আদুরে গলায় বকা শুনতে হবে না!! কেউ আর তোমার জন্য ছল ছল চোখে অপেক্ষা করবে না!! কেউ আর তোমার চিন্তায় না খেয়ে বসে থাকবে না!! কেউ আর তোমার মঙ্গলের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে না!!! তুমি মৃতের মত স্বাধীন, তুমি মৃতের মত মুক্ত!!!