তবে কি মৌলবাদ আর বর্তমান সরকার একই লক্ষ্যে ধাবমান?

শাহানূর ইসলাম সৈকত
Published : 24 April 2014, 10:02 AM
Updated : 24 April 2014, 10:02 AM

একজন ধর্মীয় নেতা একের পর এক মানুষ (নাস্তিক) হত্যার হুমকি দিচ্ছে অথচ প্রশাসন নির্বিকার!! নাকি রাষ্ট্র এখন নাস্তিকদের মানুষ অথবা দেশের নাগরিক হিসেবে গন্য করছে না? অথচ মহান সংবিধান অনুযায়ী জাত, পাত, ধর্ম, স্থান, গোত্র নির্বিশেষে দেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। আর প্রত্যেক ব্যক্তির ধর্ম ও চিন্তার স্বাধীনতাও সংবিধান নিশ্চিত করেছে। যদি তাই হয় তবে আল্লামা আহমদ শফী'র মত একজন ধর্মীয় নেতা দেশের মানুষকে প্রকাশ্যে হত্যার হুমকি ও নির্দেশ দেয়ার পরও কিভাবে এখনো বহাল তবিয়তে আছে? কেন এখনো তাকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করা হচ্ছে না? আগে জানতাম শুধু ছাত্রলীগ রাষ্ট্র ও আইনের উর্ধে এখন দেখছি আহমদ শফী ওরফে তেঁতুল হুজুরও রাষ্ট্র ও আইনের উর্ধে ? তবে কি তেঁতুল হুজুর রাষ্ট্র ও আইনের উর্ধে ? তবে কি মৌলবাদ আর বর্তমান সরকার একই লক্ষ্যে ধাবমান?