লাইবেরিয়া তে প্রথম সকাল…

মল্লিক
Published : 25 Nov 2012, 05:39 AM
Updated : 25 Nov 2012, 05:39 AM

পশ্চিম আফ্রিকার একটি যুদ্ধ বিদ্ধস্ত দেশ লাইবেরিয়া তে শান্তি রক্ষা করতে প্রথম পা রাখলাম ১৮ মে ২০১২ তারিখে। ১৭ ঘণ্টা দীর্ঘ ভ্রমণ এর পর একটি সিগারেট না হলেই নয়। ইমিগ্রেশন পার হয়ে বাইরে এসে যেই না সিগারেট এর প্যাকেট টা বের করলাম অমনি এয়ারপোর্ট এর মুভ কন্ট্রোল এর একজন কর্মকর্তা আমার দিকে এমন করে তাকালেন দেখে মনে হল আমি জোড়া খুনের আসামী। মান সম্মান এর কথা ভেবে তড়িঘড়ি করে প্যাকেট টা লুকিয়ে ফেললাম। বুঝতে পারলাম এই দেশে খোলা আকাশের নিচে সিগারেট খাওয়া নিষেধ। পর মুহূর্তে আমার নিয়ম মানার ভঙ্গি দেখে নিজেই অবাক হলাম। নিজের দেশে ৫০ টাকা জরিমানা জেনেও কোনদিন ভাবিনি নিয়মটা মানা উচিত আর বিদেশে এসে শ্রদ্ধায় মাঠ হেট হয়ে যাচ্ছে। আলেক্সান্ডার এর হায় সেলুকাস এর কথা মনে পড়ে গেল কেন জানি!!

চলবে….