ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ডমরু-চরিত (১৯২৩)

admin
Published : 17 Oct 2007, 07:02 PM
Updated : 17 Oct 2007, 07:02 PM

ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের (১৮৪৭-১৯১৯) অত্যন্ত জনপ্রিয় সাহিত্যকীর্তি ডমরু-চরিত। এটি গল্পাকারে 'বঙ্গবাসী' সাহিত্যপত্রিকায় প্রকাশিত হয়েছিল। ত্রৈলোক্যনাথের মৃত্যুর পরে বঙ্গবাসী প্রকাশন ১৯২৩ সালে ডমরু-চরিত-র গ্রন্থরূপ দেয়। কাগজের পাতায় এ বই ত্রৈলোক্যনাথ রচনাবলীতে পাওয়া যাবে। এ ছাড়া কলকাতার নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড ডমরু-চরিত-র একটি নতুন সংস্করণ বের করে ২০০৩ সালে।

গ্রন্থস্বত্ব নেই এমন দুর্লভ ও গুরুত্বপূর্ণ বাংলা বই আমরা ক্রমে ই-লাইব্রেরি বিভাগে প্রকাশ করার চেষ্টা করব। ত্রৈলোক্যনাথ বিরচিত বাংলা গদ্য সাহিত্যের এ মাইল ফলক বইয়ের প্রকাশে বাংলাদেশের আগ্রহী প্রকাশকরাও এগিয়ে আসতে পারেন। বাংলার ভাষাসম্পদ বিশ্বের বিবিধ স্থানে অবস্থানকারী সকল বাংলাভাষীর কাছে সহজলভ্য হোক!

—-
ফেসবুক লিংক । আর্টস :: Arts