প্রোপ্যাগান্ডা চালাচ্ছে দ্য ইকোনমিস্ট ?!

চমন হাসান
Published : 4 August 2011, 08:55 AM
Updated : 4 August 2011, 08:55 AM

সকালে বিডি নিউজ পড়তে গিয়ে চোখ আটকে গেলো একটা নিউজ এ – "ইকোনমিস্ট এর প্রতিবেদনের প্রতিবাদ জানাবে ঢাকা" । চলে গেলাম দ্য ইকোনমিস্ট-এ। " India and Bangladesh: Embraceable you " রিপোর্টটি পড়ে আরেকটি রিপোর্ট-এ চোখ যায় – Bangladesh looks back: Misusing the past । সবাইকে আনুরোধ করব রিপোর্ট টি পড়ার জন্য । এ দেশের স্বাধীনতা , যুদ্ধাপরাধীর বিচার ইত্যাদি সংক্রান্ত বিষয়ে এমন কিছু লিখেছে যা অবশ্যই প্রতিবাদের দাবি রাখে । আমি ক'টা লাইন তুলে দিচ্ছি :

"These trials are to investigate only seven individuals (so far), seven who sympathised with the idea of a united Pakistan, but who deny any criminal wrongdoing. The facts that they happen to be leading members of the opposition today and that the government has taken little advice from human-rights groups or international war-crimes bodies, cast doubt on the purpose of the prosecution. Nor is it reassuring that Bangladesh's judiciary looks increasingly politicised. …"- Bangladesh looks back; misusing the past.

"war-crimes trials over the events of 1971 are to start in a few weeks. They are being used less as a path to justice than to crush an opposition Islamic party, Jamaat-e-Islami."
-India and Bangladesh-embraceable you.

আমার সীমিত বোধ এবং বুদ্ধি দিয়ে যা বুঝলাম, তা হলো ইকনোমিস্ট একটি সুনির্দিষ্ট অসৎ উদ্দেশ্য নিয়ে এ ধরনের প্রচারণা চালাচ্ছে !
আমরা জানি সত্য সত্যই, এবং সত্যের জয় হবেই। তবুও মিথ্যার প্রতিবাদ হওয়া ও উচিৎ ।