BCB নির্বাচকদের কাছে একটি প্রশ্ন

সপ্তর্ষি
Published : 11 April 2011, 03:12 PM
Updated : 11 April 2011, 03:12 PM

যে সকল খেলোয়াড় ধারাবাহিক ভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তারা কিভাবে ধারাবাহিক ভাবে দলে জায়গা পায়??

যারা নিয়মিত খেলা দেখেন তাদের বুঝতে পারার কথা আমি কার কথা বলছি। হ্যা, আমি বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান রাকিবুল হাসানের কথা বলছি। এই ব্যাটসম্যান বিশ্বকাপে তো ধারাবাহিক ভাবে ব্যর্থ ছিলেন, অস্ট্রেলিয়া সাথে ১ম ওয়ান ডে 'তে ৪১ বলে ৭ রান তারপর আজ ২ বলে ০ রান। আমাদের মনে করতে কষ্ট হয় কবে এই রাকিবুল হাসানের ভাল খেলা দেখেছিলাম। তারপরও কি এক অজানা কারণে এই ব্যাটসম্যান ধারাবাহিক ভাবে দলে জায়গা পায় !! আমি জানি আমাদের ভাল খেলোয়াড়ের অভাব আছে, তাই বলে রাকিবুল হাসানের পরিবর্তে খেলতে পারে এমন খেলোয়াড়ের অভাব আছে বলে আমার মনে হয়না। তাই আজ মনে প্রশ্ন জাগে তাহলে কেন তাকে বার বার দলে অন্তর্ভুক্ত করা হয়? কিসের প্রভাবে??