রাজু চাকলাদার
Published : 22 March 2016, 11:47 PM
Updated : 22 March 2016, 11:47 PM

মতিঝিল মানেই ব্যাংক পাড়া, মন্ত্রণালয়, শাপলা চত্ত্বর, বলাকা চত্ত্বর, স্যুাট-টাই বাঁধা কর্পোরেট ওয়ার্ল্ড, অট্টালিকার পাহাড়, রিক্সা-বাইক-বাস-প্রাইভেটকার ছোটা ব্যস্ত নগরী। বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরের উল্টোদিকে পদ্মা নদীর মাঝির মতোই মতিঝিলের মাঝিও বৈঠা চালায় তাঁর ছোট ডিঙি নৌকায়। ঢাকার অভ্যন্তরে মৃত মতিঝিলের ভেতরেই বেঁচে আছে একটুকরো সত্যিকারের ঝিল।