ধন্যি রাজার পুন্যি দেশ

রিপন ইমরান
Published : 15 Feb 2015, 08:29 AM
Updated : 15 Feb 2015, 08:29 AM

গতকাল রাতে চট করে ঘুমটা ভেঙে গেলাে…বাইরে থেকে খুব পরিচিত একটা শব্দ ভেসে আসছে…কানটা একটু খাড়া করলাম…হুমম হচ্ছে…অনেকদিন পর বৃষ্টি হচ্ছে…
বৃষ্টিটা একটানা ঝরছে না…থেমে থেমে হচ্ছে…তবে যখন ঝরছে নিজের জোরটা ভালোই জানান দিচ্ছে…চাইলেই জানালার পর্দা সরিয়ে এক ঝলক ফাগুনের আগুনে জল ঢালা বৃষ্টিটাকে দেখা যেতো..কিন্তু নিতান্ত আলসেমীর কারণে তা না দেখে চােখ বন্ধ করে কল্পনা করতে লাগলাম…
আমি এই মুহূর্তে হাওর পাড়ের একটি বাড়ির দাওয়ায় বসে আছি…বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে…আমি দাওয়ায় বসে তা দেখছি…ঘুটঘুটে অন্ধকারেও হাওরের মাঝে অদ্ভুত একটা আলো থাকে…কিছুক্ষন সেই আলোর দিকে তাকিয়ে থাকলে এক সময় চোখ সয়ে আসে…এরপর সবিকছু পরিষ্কার ঠাহর করা যায়…
এসব সাত-পাঁচ ভাবতে ভাবতেই আমার চোখ ঘুমে জড়িয়ে আসতে লাগলো…গভীর ঘুমে তলিয়ে যাওয়ার আগে একটা কথা মনে পড়লো…'যদি গর্জে মাঘের শেষ, ধন্যি রাজার পুন্যি দেশ'…খনার বচন…
প্রতিদন পেট্রল বোমা আর লাগাতার হরতাল-অবরোধে যদিও খনার এই বচনকে নিতান্তই পাগলের প্রলাপ মনে হচ্ছে তবুও আশা করতে ক্ষতি কী…এতো মানুষের আশা আর মহামতি খনার বচন নিশ্চয়ই মিথ্যে হবে না…আর কে না জানে মানুষ আশা নিয়েই বাঁচে…