অনলাইনের পাশাপাশি অফলাইনেও কেনাকাটার ধুম

কমজগত
Published : 25 July 2014, 08:03 AM
Updated : 25 July 2014, 08:03 AM

দৈনন্দিন কর্মব্যস্ততা ও যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে জনপ্রিয় হয়ে উঠেছে দেশের অনলাইন বাজার। নিত্যনতুন পণ্যের সমাহার, বিভিন্ন ছাড় ও উপহারের কমতি নেই ভার্চুয়াল এ বাজারে। ঈদ উৎসবে যা বাড়তি মাত্রা পেয়েছে। মাঝ রমজানে ঘরে বসে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। তাই এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শুধু ঘরে বসেই কেনাকাটা ছাড়াও ক্রেতা তার পছন্দের জিনিস নিজে গিয়ে কিনতে পারবে অনলাইন মার্কেট থেকে।

অনলাইন এর পাশাপাশি অফলাইনেও কেনাকাটার উৎসব। অফলাইনেও কেনাকাটা করতে পারবে খুব সহজে। বাংলাদেশের ভার্চুয়াল বাজারে যারা সেবা দিয়ে থাকে, তাদের সবার মিলনমেলায় জমে উঠবে এই 'ঈদ ফ্যাশন ফিয়েস্তা' উৎসব। উৎসবে থাকছে, Trendy East, Nimbus, Farina's Libas, Crackerjack, Drizzle, Lima's fabrics দেশের নামিদামি প্রতিষ্ঠান গুলো। 'ঈদ ফ্যাশন ফিয়েস্তা' উৎসব চলবে তিনদিন ব্যাপী, এই মাসের (জুলাই)২৩ তারিখ খেকে ২৫ তারিখ পর্যন্ত। ফ্যাশন উৎসবটি অনুষ্ঠিত হবে দৃক গ্যালারীতে। এই উৎসবের আয়োজকে আছেন ডাবলজিরো ইভেন্টস। প্রচারমূলক সহযোগীতায় আছে কমজগৎ টেকনোলজিস।