‘বি প্রফেশনাল’ এই শ্লোগানকে সামনে রেখে দেশের শীর্ষস্থানীয় বিজনেস ক্লাব ‘নটরডেম বিজনেস ক্লাব’ ও ‘পাঞ্জেরী – একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন’ বাংলাদেশে প্রথমবারের মত আগামী ২৯-৩০ অগাস্ট,২০১৪ ইং তারিখে নটরডেম কলেজ ক্যাম্পাসে আয়োজন করতে যাচ্ছে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির অংশগ্রহনে ‘বিজনেস জিনিয়াস বাংলাদেশ-২০১৪’ ।
যেখানে হিসাববিজ্ঞান ও ম্যানেজমেন্ট অলিম্পিয়াড, বিজনেস জেনেরাল নলেজ, ম্যানেজমেন্ট মেশেত, টার্ন কোট, বিজনেস সলুশন, ফটোগ্রাফি ও ওয়াল ম্যাগাজিন প্রদর্শনসহ বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার ও প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দর্শক আকর্ষণের জন্য থাকছে কালচারাল ইভেন্ট , ডকুমেন্টারি শো, গেম শো ও জি বাংলা মিরাক্কেলের কমেডি শো। ‘নটরডেম বিজনেস ক্লাব’ এর মডারেটর জনাব শীতল চন্দ্র দে মনে করেন এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীরা বাণিজ্য শাখায় পড়ার ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত হবে। ‘পাঞ্জেরী – একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন’ এর ব্র্যান্ড ও ইভেন্ট ম্যানেজার এম এ নাহিয়ান এর মতে, ‘এ ধরনের অনুষ্ঠান পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে আয়োজন হতে পারে এবং আমাদের ছাত্রছাত্রীরা পরবর্তীতে আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলিতে দেশের জন্য পদক নিয়ে আসতে পারে।‘
তথ্য প্রযুক্তির নিউজ আপডেট পেতে প্রযুক্তিকথনের পাশে থাকুন।
পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।