‘ই-কমার্স ফেয়ার-২০১৪’-এর মোবাইল অ্যাপস উদ্বোধন

কমজগত
Published : 20 Sept 2014, 03:14 PM
Updated : 20 Sept 2014, 03:14 PM

চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে ঢাকায় তিন দিন ব্যাপী ই-কমার্স ফেয়ার। সে উপলক্ষ্যে ই-কমার্স ফেয়ার-২০১৪' নামে একটি অফিশিয়াল মোবাইল অ্যাপস কমপিউটার জগৎ অফিসে উদ্বোধন করা হয়। মোবাইল অ্যাপসটি তৈরি করে স্মার্টফোন অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান রিভেরি কর্পোরেশন লি:। অ্যাপসটির মাধ্যমে ই-কমার্স সর্ম্পকে বিস্তারিত জানা যাবে এবং ই-কমার্স ফেয়ার-এর রেজিস্ট্রেশন করা যাবে। এই যাবত যত গুলো ই-কমার্স ফেয়ার হয়েছে সব আপডেট পাওয়া যাবে এ অ্যাপসের মাধ্যমে। এ অ্যাপসে ই-কমার্স ফেয়ার-এর লোকেশন ও স্যোশাল নেটওয়াকিং শেয়ারিং অপশন থাকবে। গুগল প্লে-স্টোরে কমপিউটার জগৎ লিখে সার্চ করে অ্যাপসটি ফ্রি ডাউনলোড করা যাবে।

অ্যাপসটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কমজগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী মো: আব্দুল ওয়াহেদ তমাল এবং রিভেরি কর্পোরেশন লি: এর প্রধান নির্বাহী নাছিমা আক্তার। আরো উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ।

অ্যাপসটির ডাউনলোড লিংক:- 'ই-কমার্স ফেয়ার-২০১৪'