ই-কমার্স ফেয়ার-২০১৪: মোবাইল অ্যাপস ও গেম এর অগ্রগতি বিষয়ক সেমিনার

কমজগত
Published : 24 Sept 2014, 01:26 PM
Updated : 24 Sept 2014, 01:26 PM

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকায় তিনদিন ব্যাপী 'ই-কমার্স ফেয়ার-২০১৪'। দেশে ই-কমার্স সেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কমপিউটার জগৎ-এ মেলার আয়োজন করছে। মেলা উপলক্ষ্যে বিভিন্ন ধরনের সেমিনার অনুষ্ঠিত হবে। মেলার প্রথম দিন বাংলাদেশের মোবাইল অ্যাপস ও গেম-এর অগ্রগতি বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। আগামীকাল (২৫ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ থেকে সুফিয়া কামাল পাবলিক লাইব্রেরী, ১ম তালায় শুরু হবে এ সেমিনার।

মোবাইল অ্যাপস-এর জনপ্রিয়তায় দেশের গেম ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে 'মোবাইল অ্যাপস ও গেম-এর অগ্রগতি শীর্ষক সেমিনার আয়োজন করছে অ্যাপস ও গেম নির্মাতা প্রতিষ্ঠান রেভারী কর্পোরেশন লি:। রেভারী কর্পোরেশন 'ই-কমার্স ফেয়ার-২০১৪' নিয়ে একটি অ্যাপস ইতিমধ্যে উদ্বোধন করেন। সেমিনারে মোবাইল অ্যাপস ও গেম নিয়ে বিভিন্ন আলোকপাত করা হবে। সেমিনারে সভাপতিত্ব করবেন রেভারী কর্পোরেশন-এর ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার। আরো উপস্থিত থাকবেন, EATLApps-এর প্রযুক্তি উপদেষ্টা ডঃ রাজেশ পালিত, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক্ষ ও হেড ডঃ Hasan Sarwar, FuntasticLabs-এর সিটিও Hasinur Rahman Reza Topu এবং কমজগৎ টেকনোলজিসে'র-এর গবেষণা প্রকৌশলী Munzur-ul-Mamun।