ফেসবুক থেকে সরাসরি উপোভোগ করুন ৩য় বাংলা ব্লগ দিবস এবং আপনার বন্ধুকে পাঠিয়ে দিন ব্লগার গিফট

কমজগত
Published : 19 Dec 2011, 05:18 PM
Updated : 19 Dec 2011, 05:18 PM

আজ ১৯শে ডিসেম্বর, সোমবার, ২০১১, বিকেল ৫টায় শুরু হয়ে গেছে ৩য় বাংলা ব্লগ দিবস। ব্লগিং এর শক্তি ও সম্ভাবনাকে আরো নিবিড়ভাবে বিস্তৃতির জন্য বিগত দুই বছর যাবৎ বাংলা ব্লগ দিবস পালিত হয়েছে।এবছর ১৯শে ডিসেম্বর পালিত হচ্ছে ৩য় বাংলা ব্লগ দিবস।যারা এই অনুষ্ঠানে সরাসরি যেতে পারছে না তাদের হতাশ হবার কিছু নেই।লাইভ টেলিকাস্ট হচ্ছে ইভেন্টটি ।

কমজগত ডট কম থেকে ব্লগ দিবস এর পুরো অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট করা হচ্ছে।আপনারা আপনাদের facebook অ্যাকাউন্ট থেকে বসে সরাসরি অনুষ্ঠান দেখতে পারবেন।অন্য কোন লিঙ্কে এ যাবার দরকার হবে না।চাইলে আপনি অনলাইনে আপনার মন্তব্য পাঠাতে পারবেন।

***********************************************************************************************************
এবারের প্রতিপাদ্য বিষয় 'গণজাগরণে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার আইন'।
অনুষ্ঠানস্থল: পাবলিক লাইব্রেরী, সম্মেলন কক্ষ, নীচ তলা
সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

facebook থেকে সরাসরি দেখতে ক্লিক করুনঃ সরাসরি দেখুন

*********************************************************************************************************
একই সাথে আপনার বন্ধুদের মজার মজার উপাধিতে ভূষিত করতে পারবেন।লাইভ দেখার সাথে সাথে আপনি আপনার ব্লগার বন্ধুদের বিভিন্ন উপাধি দিয়ে গিফট পাঠাতে পারবেন এবং তার উপরে আলোচনা ও করতে পারবেন।এছারাও রয়েছে সমসাময়িক নানা বিসয়ের উপর ব্লগারদের ভোট গ্রহন।

গিফট পাঠাতে চাইলে: এখানে ক্লিক করুন